সর্বশেষ খবর

10/recent/ticker-posts

জীবনের সেরা উপদেশটি কী দেবেন।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ আজ আমি আপনাকে জীবনের সেরা উপদেশটি দিতে চলেছি। এটি মেনে চললে আপনি শুধু সবার বিশ্বাস অর্জন করবেন তাই নয় বরং সর্বশেষে আপনার কোন আফসোস থাকবে না, নিজের উপর গর্ব থাকবে।

১। কখনোই আপনার জীবনে অতীত হয়ে যাওয়া প্রেমিকা/প্রেমিকের সাথে যোগাযোগ করবেন না। এমনকি সে নিজে থেকে যোগাযোগ করলেও আপনি রেসপন্স করবেন না। (তবে তাঁর একান্ত ব্যক্তিগত গোপনীয় কিছু- যেমন ছবি, ভিডিও ক্লিপ, তাঁর দুর্বলতা এসব যেনো আপনার কাছেই নিরাপদে থাকে, দ্বিতীয় ব্যক্তি যেনো না জানে। মোট কথা তাঁর প্রতি যথেষ্ট সম্মান বজায় রাখুন)

২। যখনই আপনি নিজেকে গুরুত্ব দিতে শুরু করবেন, তখন মানুষ আপনাকে ঘৃনা করতে শুরু করবে। এটা ঘটবেই, কাজেই এটার জন্য প্রস্তুত থাকুন।

৩। অন্তত একটি (এই সময়ে অবশ্য দুটি) বিদেশী ভাষা শিখুন।

৪। আপনি আপনার জীবনের জন্য যে পেশাটি বেছে নিতে যাচ্ছেন, আপনার মা-বাবা সেটাতেই সমর্থন দিবে, এমনটা প্রত্যাশা করবেন না।

৫। জীবন চলার পথে অনেক ঘনিষ্ট ভাল বন্ধুকেও আপনি হারিয়ে ফেলবেন, তারাও মানুষ, অন্য আর দশজনের মতই। মেনে নিন।

৬। চিনি, লবন এবং চর্বি জাতীয় খাবার যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন।

৭। আপনাকে যারা ঘৃনা করে, কষ্ট দিয়ে মজা পায়, নিগৃহ করে; তাদের সাথে ঝগড়া বাধাবেন না। তাদেরকে করুনা করুন।

৮। যে চাকরির কারনে আপনার জীবন বিষাক্ত হয়ে উঠেছে, তা নিজে থেকেই ছেড়ে দিন। আপনার মানসিক শান্তির কাছে অনেক বেশি মোটা অংকের বেতন কিছুই না।

৯। আপনি চাকরিজীবী হলে নিজের কাজটা ঠিকভাবে করুন এবং অফিস গসিপ থেকে একেবারেই দূরে থাকতে চেষ্টা করুন।

১০। সম্মানিত হোন। ( অবশ্যই চরিত্রগুণে এবং কাজের মাধ্যমে)

১১। যখনই প্রয়োজন মনে করবেন, তখনই ''না'' বলুন। ''না'' বলতে পারা একটা শিল্প।

১২। আপনি যত বেশি সফল হতে শুরু করবেন, তত বেশি লোক আপনাকে হিংসে করতে শুরু করবে। অনলাইন, অফলাইন যেকোন জায়গায়। প্রস্তুত থাকুন।

১৩। যে খারাপ জিনিসগুলো দ্বারা আপনি আগে কখনো আক্রান্ত হতেন না। এড়িয়ে চলতে পারতেন। জীবনে কোন প্রভাব পড়তো না, কিন্তু এখন সেই জিনিসগুলোই আপনার কষ্টের কারন হয়ে দাড়িয়েছে। তাহলে ডাক্তারের (সাধারন বা মানসিক ডাক্তার) শরণাপন্ন হোন, বিশেষজ্ঞের পরামর্শ নিন।

১৪। যেকোন সামাজিক যোগাযোগের মাধ্যমই ভালো বা অন্তত খারাপ নয়; যদি আপনি তা পরিমিত পরিমান (খুবই কম) ব্যবহার করেন।

১৫। একটি বিড়াল অথবা কুকুর পোষোন।

১৬। অনলাইনে কখনোই ''প্রেমের'' সম্পর্কে জড়াবেন না। এখানে আপনি যাকে জীবনসঙ্গী/সঙ্গী হিসেবে চাচ্ছেন তাঁর সৎ হওয়ার সম্ভাবনা শুন্য।

১৭। ছোট ছোট আনন্দ/আনন্দের মুহুর্তগুলোর জন্যও কৃতজ্ঞ থাকুন।

১৮। অন্য মানুষের ছোট বাচ্চার/বাচ্চাদের সাথে খুব বেশি ঘনিষ্ট (মাত্রাতিরিক্ত আদর করা) হবেন না।

১৯। আপনার অক্লান্ত, কঠোর পরিশ্রম কখনোই অন্যের চোখে পড়বে না, (অন্তত সফল হওয়ার আগ পর্যন্ত)। হতাশ হবেন না।

২০। আপনি যেসব খাবারে অভ্যস্ত নন এমন খাবার বা বিদেশী খাবার খেয়ে দেখুন।

২১। বিদেশে গেলে সেই দেশের রীতিনীতি/প্রথাকে সম্মান করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ