সর্বশেষ খবর

10/recent/ticker-posts

মৌসুমি ফল সিন্ডিকেটের হাতে বন্দি, কেজিতে তরমুজ বিক্রি।।BDNews.in


তুষার হোসাইন, মাদারীপুর  জেলা প্রতিনিধিঃ এই গরমে এক ফালি লাল তরমুজ প্রশান্তি নিয়ে আসবে যে কারোর মনে। রোজা উপলক্ষে বাজারে তাই বেড়েছে তরমুজের চাহিদা। তবে বাজারে এবারও কেজি হিসেবে বিক্রি হচ্ছে তরমুজ।

মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে তরমুজের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। ক্রেতারা তাদের পছন্দ মতো তরমুজ কিনে থাকেন। গত বছরের মতো এবারও কেজি দরে তরমুজ বিক্রি হচ্ছে বাজারে। তবে পিস হিসেবেও বিক্রি করা হয়ে থাকে।

পিস প্রতি তরমুজের দাম রাখা হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকা। আকার ভেদে দামের হেরফের হয়। আর পরিমাপ করে বিক্রি করলে দাম রাখা হচ্ছে ৪৫ থেকে ৬৫ টাকা কেজি।

একজন কৃষক অথবা নিম্ন আয়ের মানুষদের পক্ষে কি করে সম্ভব একটা আস্তা তরমুজ কিনে পরিবারকে খাওয়াবে।

ভোক্তা অধিদপ্তর ও প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ না করলে প্রতি বছর এই ব্যবসায়ী সিন্ডিকেট করে জনগনের পকেট শুণ্য করে গরীবদের আরও গরীব করে দিবে।

তাই প্রশাসনের কাছে বিনিত অনুরোধ দ্রুত বাজার থেকে সিন্ডিকেট দূর করে বাজাকে শীতল করে গরীবদের ক্রয়ের আওতায় আনার ব্যবস্থা করুক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ