তাদের সাড়ার প্রেক্ষিতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তাদের জানানোর কথা বলেছি। এক্ষেত্রে আমাদের পরিকল্পনা হলোঃ
(১) তাদেরকে প্রথমে কুরআন শিক্ষা প্রদান করে, নৈতিক চরিত্রে সংশোধন আনা।
এজন্য নান্দাইল পৌর শহরে একটি শিক্ষা কেন্দ্র চালু করতে হবে। এজন্য শহরে মোটামুটি এক বা দুই রুমের একটি বাসার প্রয়োজন হবে। এক্ষেত্রে আপনার সন্ধানে এরকম বাসা থাকলে আমাদের জানাতে পারেন। যাতে হিজড়া ছাড়াও বছরব্যাপী বয়স্ক পেশাজীবিদের কুরআন শিক্ষার ব্যবস্থা করা হবে।
(২) এদের অপরাধের মাত্রা কমাতে হালাল উপার্জনের ব্যবস্থা করে আত্মকর্মসংস্থান তৈরি করা হবে। সরকারি -বেসরকারি সংস্থার মাধ্যমে প্রশিক্ষণসহ কর্মমুখী করে তোলা হবে।
(৩) সমাজকল্যাণমূলক কাজে যুক্ত করে সমাজ রিলেটেড করে, তাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করে সমাজমুখী বসবাসের সুযোগ করে দেওয়া হবে।
আপাতত তাদের নিয়ে এরকম পরিকল্পনা করেছি। হিজড়া প্রতিনিধি দলকে আমরা আমাদের পরিকল্পনা জানিয়েছি। বাকী কাজ শুরু হলে বাস্তব অভিজ্ঞতায় পরিকল্পনা এদিক সেদিক হতে পারে। তবে সবার সহযোগিতা, সুদৃষ্টি ও দোয়া থাকলে খুব কম সময়ে এসকল লোকদেরকে সুপথে ফিরিয়ে আনা সম্ভব হবে ইনশাআল্লাহ।
এক্ষেত্রে সমন্বয়কের ভূমিকা পালন করছেন, প্রিয় মেহেদী হাসান পলাশ ভাই, হাবিব সহ প্রমূখ ব্যক্তিবর্গ। আল্লাহ তাদের মেহনতকে কবুল করুন, আমিন।
0 মন্তব্যসমূহ