সর্বশেষ খবর

10/recent/ticker-posts

বাড়ি থেকে ডেকে নিয়ে বৃদ্ধকে ভাতা দিলেন ইউএনও।।BDNews.in

কুমারখালীর ঘটিগরম বিক্রেতা আমিন উদ্দিনকে বয়স্ক ভাতা বই প্রদান করলেন ইউএনও বিতান কুমার মন্ডল।

গোলাম সরোয়ার, কুমারখালী প্রতিনিধিঃ প্রায় মাসখানেক আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা চত্ত্বরে ভাঁজা, চিড়ামুড়ি বা ঘটিগরম বিক্রি করতে গিয়েছিলেন বৃদ্ধ মো. আমিন উদ্দিন শেখ (৭৫)। সেদিন উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের কার্যালয়েও গিয়েছিলেন তিনি। গিয়ে ইউএনও কে তাঁর দারিদ্র্যতা ও অসহায়ত্বের কথা জানিয়েছিলেন এই বৃদ্ধ। ইউএনও তাঁর অসহায়ত্বের কথা শুনে বয়স্ক ভাতা ও সমস্যা নিরোসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সেই প্রতিশ্রুতি রক্ষার্থে বৃদ্ধ আমিন উদ্দিনকে বাড়ি থেকে নিজ কার্যালের ডেকে নিয়ে আসেন ইউএনও বিতান কুমার মন্ডল এবং তাঁকে একটি বয়স্ক ভাতার বই প্রদান করা হয়। আজ বুধবার দুপুরে বৃদ্ধের হাতে ভাতাবইটি হস্তান্তর করা হয়। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ আলী উপস্থিত ছিলেন।

বৃদ্ধ মোঃ আমিন উদ্দিন শেখ উপজেলার সদকী ইউনিয়নের খয়েরচরা মাঠপাড়া এলাকার মৃত আব্দুল হাকিম শেখের ছেলে। তিনি তিন সন্তানের মধ্যে একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন। বাকি এক ছেলে ঢাকায় দিনমজুর এবং আরেক ছেলে কুমারখালীতে ভাংগারীর কাজ করে। তাঁর স্ত্রী একজন প্যারালাইজড রোগী।

জানতে চাইলে ভাতাভোগী মো. আমিন উদ্দিন শেখ বলেন, ' বাড়ি থেকে ডেকে নিয়ে আসে স্যার ভাতা করে দিছে। আমার বিশাল উপকার হয়েছে। স্যারের মত সারাদেশে অফিসার (ইউএনও) থাকলে আমাদের মত অসহায় লোক থাকবেনা। স্যার যেন আরো বড় অফিসার হন।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, ' একদিন ঘটিগরম বিক্রি করতে এসে বৃদ্ধ লোকটি অসহায়ত্বের কথা জানিয়েছিলেন। সেদিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই হাজার টাকা প্রদান করা হয়েছিল। উপযুক্ত হওয়ায় আজ তাঁকে বয়স্ক ভাতার কার্ড দেওয়া হয়েছে। এখন তিনি প্রতিমাসে একটা সুবিধা পাবেন। তাঁর অসুস্থ স্ত্রীর জন্যেও ভাতার ব্যবস্থা করা হবে।'

তিনি আরো বলেন, ' জনগনের জন্যই জনপ্রশাসন। সরকারি সুযোগ সুবিধা নিতে মধ্যভোগীদের কাছে না গিয়ে সরাসরি কর্মকর্তাদের কার্যালের আসেন। আমরা আপনার সাধ্যমত সেবা প্রদানের চেষ্টা করব।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ