![]() |
কুমারখালীরর যদুবয়রাতে পথসভা করলেন সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ। |
১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের এক পথসভার বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেছেন, ' পিতার স্বপ্ন পূরণ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে দেশরত্ন শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে চলেছেন। উন্নত দেশের দ্বারপ্রান্তে নেওয়ার কাজ করছেন । আপনারা চোখে চশমা দিয়ে চলবেন না। চারিদিকে তাকিয়ে দেখেন শেখ হাসিনা'র উন্নয়ন।'
পথসভায় যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ, উপজেলা যু্বলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ, যদুবয়রা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
0 মন্তব্যসমূহ