সর্বশেষ খবর

10/recent/ticker-posts

মেঘের মেয়ে - সামিরা খাতুন পাশা।।BDNews.in


মেঘের মেয়ে

সামিরা খাতুন পাশা

===========================

মেঘের মেয়ে গগণ জুড়ে বিছিয়ে মলিন শাড়ি,

গগণ বলে তোরি সাথে আড়ি আমার আড়ি।

মিষ্টি মেয়ে বলল হেসে আমি তবে যাই,

মাটির বুকে মুক্তো দানায় হবে আমার ঠাই।


গগণ বলে একটু শোন যাসনে মেয়ে ওরে,

তোরে বিনা ভাল্লাগে না থাকিস যদি ছেড়ে।

খিলখিলিয়ে বলল হেসে দুলিয়ে চুলের বিনি,

মাটির বুকে জল ঝরিয়ে ভালবাসা কিনি।


আমার জলে ফসল ফলায় আরো ফোটায় ফুল,

বরিষণের ধারায় ভিজে ছাপিয়ে নদীর কূল।

বৃষ্টির জলে মাখামাখি বৃষ্টি প্রেমিক সবাই,

সবার খুশির রূপ দেখিগো আমার রূপের আভায়।


তোমায় ছেড়ে কোথায় যাবো?তোমার আমি রবো,

মাটির বুকের সুবাস এনে মনের কথা কবো।

তরু-লতা, শাখ-শাখালী স্নিগ্ধ পরশ পায়,

তাদের সুখে পাল তুলে দেয় আমার মনের নায়।


একটু আমায় দাওগো ছুটি মাটির পরশ মাখি,

মাটির রঙে আলতো করে তোমার ললাট আঁঁকি।

গগণ বলে দস্য্যিপনায় নাই যে জুড়ি তোর,

আকুল হয়ে দিবা কাটাই, রাত্রি করি ভোর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ