সর্বশেষ খবর

10/recent/ticker-posts

কুমারখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত।।BDNews.in


গোলাম সরোয়ার, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলার কুমারখালীতে  আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সকাল ১০ টার সময় ডায়াবেটিক সমিতি কুমারখালীর আয়োজনে এক বিশাল র‌্যালী শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। 

‘আগামীতে নিজের সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’ এ স্লোগানকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে  ডায়বেটিক সমিতি আয়শা ভবন,পৌর বাস টার্মিনালের পূর্ব পাশে,হাজী আলিমুদ্দিন সড়ক,কুমারখালীতে গিয়ে শেষ হয়।পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুন,ডায়াবেটিক সমিতি কুমারখালীর সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,কুমারখালী পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র এস এম রফিকুল ইসলাম রফিক,৮ নং ওয়ার্ড কাউন্সিলর তুহিন শেখ, বুলবুল টেক্সটাইল এর পরিচালক রফিকুল ইসলাম রফিক প্রমুখসহ বিভিন্ন কোম্পানীর ঔষধ প্রতিনিধি ও এলাকা গন্যমান্য ব্যাক্তবর্গ।

উল্লেখ্য,১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন ১৪ নভেম্বর তারিখটিকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। তবে, ২০০৭ থেকে পৃথিবীজুড়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে জাতিসংঘের স্বীকৃত একটি দিবস হিসেবে।

আন্তর্জাতিক দিবস হিসেবে এ দিবসটির স্বীকৃতি লাভ করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব করে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এ প্রস্তাব সর্বসম্মতিতে গৃহীত হয়। এর ফলে গত ১৪ বছর ধরে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রে প্রতি বছর ১৪ নভেম্বর জাতিসংঘের একটি দিবস হিসেবে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ