সর্বশেষ খবর

10/recent/ticker-posts

মিরাজ ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার টানা দুই ম্যাচে জিতে নিলেন।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ ২০১৫ সালে মোস্তাফিজের কারিশমায় প্রথমবারের মতো ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়লাভ করেছিল বাংলাদেশ। এবার সেই দায়িত্ব তুলে নিয়েছেন তারই বন্ধু মেহেদী হাসান মিরাজ। একের পর এক বিস্ময়কর ব্যাটিং উপহার দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।

প্রথম ম্যাচে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন তিনি। এরপর বল হাতেও ছিলেন দুর্দান্ত পারফরমার। যে কারণে ম্যাচ সেরার পুরস্কার উঠেছিলো তার হাতেই।

ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও একই পরিস্থিতি। এবার ভ্যাট হাতে ৬৯ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে রেকর্ড ১৪৮ রানের জুটি গড়েন মিরাজ। ৭৭ রান করে রিয়াদ আউট হয়ে গেলেও অতিমানবীয় ব্যাটিং করেন মিরাজ। নিজের প্রথম সেঞ্চুরি করার পাশাপাশি দলকেও পৌঁছে দেন ২৭১ রানের চূড়ায়।

এরপর বল হাতেও নেন গুরুত্বপূর্ণ ২টি উইকেট। ৮২ রান করে ভয়ঙ্কর হয়ে ওঠা স্রেয়াশ আয়ার এবং লোকেশ রাহুলকে ফেরান মিরাজ। সুতরাং, আজও যে তিনি ম্যাচ সেরা হবেন, তা পুরোপুরি নিশ্চিতই ছিলো। শেষ পর্যন্ত তাই হলো। মিরাজ টানা দ্বিতীয়বার ম্যাচ সেরা হলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ