সর্বশেষ খবর

10/recent/ticker-posts

মনের বনবাস - সামিরা খাতুন পাশা।।BDNews.in


মনের বনবাস

সামিরা খাতুন পাশা

======================


বুকের মাঝে দিবা নিশি পাষাণ ভারে রই

তোমায় দেখার তৃষা চোখে বন্ধু তুমি কই?

একটুখানি ছোঁয়া তোমার স্বর্গ নামায় ধরায়

মনের মাঝে সুখের শ্রাবন জোয়ার এনে ভরায়।


শুকতারাটা উঁকি দিয়ে মনে প্রভাত আনে

যাত্রা পথে ছুটি আমি কেবল তোমার পানে।

তোমার আশায় রাত্রি কাটে,কাটে রাঙা প্রভাত

বন্ধু তুমি দিও না আর অবুঝ মনে আঘাত।


হৃদ মাঝারে সদা থাকো আত্মায় বসবাস

মনের বনে মন বেঁধেছি মনেই বনবাস।

ব্যথার সুতায় আশার ফুলে গাঁথি হাজার মালা

না দেখিলে তিলেক দন্ড বাড়ে ভীষণ জ্বালা।


মুখখানি যে মায়ায় ভরা সতত নজর কাড়ে

একটু সুখের ছোঁয়া পেতে ক্ষুধা তৃষা বাড়ে।

রজনী ফুরায় বেদনা লয়ে স্মৃতির চাদর বুনে

সন্ধ্যা নামে সাঁঝ আকাশে চাঁদ তারাদের  গুণে।


শিশির যেমন ঘাসের বুকে ঝলমলিয়ে ওঠে

যেমনি করে অলির তরে গোলাপ বেলি ফোটে।

তেমনি প্রিয় উদাসী মন তোমায় কাছে চায়

এত ব্যথার মাঝেও যদি একটু দেখা পাই।


নির্ঘুমেতে কাটে আমার প্রতি নিশিথ বেলা

ভাল্লাগে না বন্ধু তোমার এমন অবহেলা।

মন বাগানে দাবানলে পুড়ে হলাম ছাই

তবু তোমার মন ভেজে না কোনো দেখা নাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ