সর্বশেষ খবর

10/recent/ticker-posts

জাহাঙ্গীরপুরের উদ্যোক্তা মাওঃ আসাদুজ্জামানের ঔষধ ফার্মেসীর দ্বারা সফলতা।।BDNews.in


মোঃ এমদাদুল হক, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ নান্দাইল উপজেলা, জাহাঙ্গীরপুর ইউনিয়নের, দেউলডাংরা গ্রামের,  উদ্যোক্তা মাওঃ মোঃ আসাদুজ্জামান ( স্বপন), পিতা মোঃ আবুল কাশেম কাজী। পাঁচ ভাইয়ের মধ্যে (স্বপন) চার নাম্বার, এম এ ( মাস্টার্স) শেষ করে ঢাকা থেকে এল এম এ এফ কোর্স শেষ করে ২০১৯ সালে  ৬০ হাজার টাকা পুঁজি নিয়ে প্রাথমিক ঔষধের দোকান দেন। 

এখন পর্যন্ত ০৩ লাখ ৫০ হাজার টাকার দোকানের মালিক। জানা যায়, চাকরির জন্য অনেক ইন্টারভিউ দিয়েছে কিন্তু ঘুষের কাছে হেরে যায় তার প্রতিভা অবশেষে শেষ সম্বল হিসাবে ঔষধের ফার্মেসি দেন, সেই দোকানের মাধ্যমে সফলতার আলো দেখেন, তবে প্রতি মাসে ১৫,০০০ হাজার  তার লাভ হয়।

বেকার যুবকদের উদ্দেশ্য করে  উদ্যোক্তা স্বপন বলেন,আপনারা যারা লেখা পড়া শেষ করে বেকার জীবন পাড় করছেন, তারা আমার মত "এল এম এ এফ" কোর্স  করে নিজেকে স্বাবলম্বী হিসাবে গড়ে তুলুন এবং সমাজকে দেখিয়ে দেন আমিই পারবো, বেকারত্ব জীবন অভিশাপ নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ