সর্বশেষ খবর

10/recent/ticker-posts

শরীয়তপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু।।BDNews.in


তুষার হোসাইন, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ শরীয়তপুরে নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে পড়ে আবিদা (৩) নামে এক শিশুর মৃত‌্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায় যে, শিশুটির ( মায়ের মামা) বিয়েতে গিয়েছিল . শিশুটির মা বাবা শরীয়তপুর সদর উপজেলার পালং এর নিরালা আবাসিক এলাকায় নান্নু খাঁর বাড়িতে ভাড়া থাকেন।

শিশুটির বাবার বাড়ি ফরিদপুর জেলার সদরপুর তিনি এ.সি.আই ফিড কোম্পানির একজন ড্রাইভা এবং মায়ের বাড়ি শরীয়তপুর জেলার সদর উপজেলার বিলাসখান গ্রামে।

বাবার নাম নয়ন সরদার ও মায়ের নাম মনি বেগম । বিয়ে বাড়িতে সবাই যখন ব্যস্ত ঐ মুহূর্তের কোন এক সময় শিশুটি পানিতে পড়ে যায়, তৎক্ষণাৎ খোঁজ হলে তাকে পুকুর খুঁজে পাওয়া যায়, পুকুর থেকে উঠিয়ে তাকে নিয়ে আনুমানিক দুপুর ১টায় শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে l শরীয়তপুর পৌরসভা, শরীয়তপুর ১নং ওয়ার্ড, কমিশনার মো: জাহাঙ্গীর বেপারী বিষয়টি নিশ্চিত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ