সর্বশেষ খবর

10/recent/ticker-posts

শখ নিয়ে কিছু কথা-শহিদুল ইকবাল মিন্টু।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ শখ নিয়ে একটি কথা বলতে ইচ্ছা হোলো, শখ বা পছন্দ প্রায় একই মানে কিন্তু আগে বা পড়ে, আমাদের এই পৃথিবীতে আমরা মানুষ বসবাস করে যাচ্ছি সেই অনেক কাল ধরে এবং বিভিন্ন সময়ের ধারাবাহিকতায় ঠিক এখন পর্যন্ত, আর সেই থেকে এখন অবদী যা   কিছু ঘটে   চলেছে তাই নিয়ে আমরা শখ, পছন্দ বা অপছন্দ করে থাকি।  

পিছন থেকে এসে এখন বর্তমান, আর এই বর্তমান কাল  হলো শিল্প, সংস্কৃতি ও রাজনীতির আধুনিক কাল,কৃষি বিপ্লব এবং শিল্প বিপ্লব এই কালের আর্বতেই রয়েছে, এটা এমনি এমনি হয় নি , এটা মানুষের প্রয়োজন ও কৌতুহল এবং উন্নত বুদ্ধি দ্বারা সম্ভব হয়েছে, আর এই বুদ্ধির অগ্রসরতা মানে জানতে চাওয়া, কৌতুহল শখ পছন্দ বিভিন্ন বিষয় ভিত্তিক কাজ কর্ম,যেখানে, শিল্প, সাহিত্য, সৃংস্কৃতি, রাজনীতি, হতে চাওয়া পছন্দের নানান ভান্ডার, যেমন কত রকম শখ  ওতার কাজ, শক  করে ডাক্তার, ইন্জিনিয়ার,উকিল,ব্যারিষ্টার,শিল্পী, কবি, সাহিত্যক,রাজনিতিক এবং নানান পেশার নানান মানুষ সাবাই শখ পছন্দ ও প্রয়োজন অনুযায়ী সামনে এগোই, এখানে যে  কোনো পেশার মানুষ তার পছন্দ বা শখ অনুযায়ী ভিন্ন রকম হতে পারে এবং এর জন্য তার মেধা বুদ্ধি এবং বিষয় ভিত্তিক জ্ঞান বা ঐ বিষয়ে দক্ষতা অর্জন করতে হয়।

তবেই একজন মুচি একজন রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী বা কবি,সাহিত্যক,শিল্পী, ডাক্তার ইত্যাদি হতে পারে, কিন্তু আমি যা বলতে  চাই সেটা হচ্ছে কোন কাজ শখ বা পছন্দ থেকে করাই যেতে পারে, সখ বা পছন্দ করে আপনি কতটুকু দক্ষতা  অর্জন করেছেন?? অর্থাত আমি ডাঃহিসাবে কেমন, কবি হিসাবে  কেমন সাহিত্যক শিল্পী শ্রমিক ইত্যাদি বিষয়ে কেমন,এটা অর্জন করে পেশা হিসেবে নেওয়া  খুবই সহজ  ব্যাপার নয়,শখ বা পছন্দ হলেই আমি সব ভালো ভাবে হতে পারবো এটা কিন্তু এমন নয়,রবীন্দ্রনাথ হতে না পারলেও রবীন্দ্রনাথ কে  বুঝতে পারা এত সহজ ব্যাপার নয়,কিন্তু আমার ও শিল্পী কবি সাহিত্যক রাজনিতিক,ডাঃ ইন্জিনিয়ার ঢুলি খুলি আরও কত কিছু  হতে শখ করে,শখ বা পছন্দ হতেই পারে কিন্তু সেই বিষয়ে দক্ষতা অর্জন করে সামনে এগোনোর নাম ঐবিষয়ের জিবনের লড়াই যদি আপনি শিল্পী হন বা কবি সাহিত্যক যায় হন,আর যদি আপনি সখ করে করে থাকেন তাকে  বলা যেতে পারে ননপ্রোপেশন, সেখানে প্রোপেশনকে মেলানো উচিত নয়। 

যদি ও শিল্প সাহিত্য ক্রিয়া, বানিজ্যিক হলেও এর এর আশ্বাদনে ভিন্নতা রয়েছে, আর এটা কেবল জ্ঞান, মেধা এবং শিক্ষা দ্বারা পরিমাপ করা যেতে পারে, আমি সংগীত কে আরো ভালো ভাবে বুঝতে চাই, যদি বয়স না বেড়ে যায়, ইচ্ছা করলে আপনিও পারেন শখ আর পছন্দের পেশা হিসেবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ