শিরিন শবনম
===============
স্বাধীনতা শব্দটি পার্থিব মনুষ্য জীবনে
শুধু এক ফাঁকা বুলি।
কোথাও স্বাধীনতা থাকে না।
পরিবার, দেশ, ধর্ম, সংস্কৃতি -
নানা শাসন, সীমাবদ্ধতায় জর্জরিত জীবনের বেলা।
স্বাধীনতা কেবল বাঁচে অবোধ মনে
যুক্তি-তর্ক, লাভ-ক্ষতির বাইরে
আপন মনে এক ভরা কানন
সেখানে নিজে রাজা।
ইচ্ছে হলে আকাশ ফুঁড়ে যাওয়া
অথবা পাতাল পাড়ি দেয়া
শাসনের ভয় নেই
অভিকর্ষের ঘ্যানঘ্যান নেই।
তিশির তেলের কাজল টেনে
সিন্ধুপাড়ের রাজকন্যা
গাই গান আপন মনে আলতা রাঙা পায়ে।
ভরা জোছনায় জলের আরশী
দেখায় আমার কপালের কালো টিপ
অথবা জ্বলজ্বলে সিগনেচার মোল।
আপন মনে, আপন ধ্যানে থাকা
নিজের মতো বাঁচা
এই-ই আমার পরাধীন ছোট্ট জীবনের
রাজকীয় এক স্বাধীনতা।
1 মন্তব্যসমূহ
স্বাধীনতা শব্দে সীমাবদ্ধ না। ভৌগলিক স্বাধীনতা আমরা পেয়েছি ৭১ এর রক্তঝরা মার্চে অগনিত প্রাণের বিনিময়ে।
উত্তরমুছুনস্বাধীনতা আসতে হয় বোধে, আদর্শে যা থেকে আমরা এখনও অনেক দূরে।
দুঃখ ভরে কবি হয়তো তাই সব ভুলে পুরাকালীন সময়ের রাজকন্যা হয়ে অবাধ স্বাধীনতায় বাঁচতে চেয়েছেন। এ এক অভিমানের কথা রূপক অর্থে।
ভৌগলিক স্বাধীনতার সাথে জীবন এবং মানসিক স্বাধীনতা না থাকলে স্বাধীনতার তাৎপর্য অর্থবহ হয় না।