সর্বশেষ খবর

10/recent/ticker-posts

রক্তঝরা বর্ণমালা-সামিরা খাতুন পাশা।।BDNews.in


রক্তঝরা বর্ণমালা
সামিরা খাতুন পাশা
======================

পলাশ বনে ডালে ডালে সেদিন ফাগুন বেলা
রক্তের দামে দিলে এনে মোদের বর্ণমালা।
গাছে গাছে শূণ্যতা দেখি পাতা ঝরা ক্ষণে
রফিক, শফিক, জব্বার, বরকত, সালামেরই ঋণে।

শিমুল ডালে যে রঙ ছুঁয়ে বুকে জ্বলে আগুন
ঠাঁই দাঁড়িয়ে রক্ত মেখে আরেক ফাগুন।
প্রাণের ছোঁয়ায় জেগে ওঠে রূপময় এ বাংলায়
বিশ্ব জুড়ে শ্রদ্ধা জানায় গর্বিত মাতৃকায়।

একুশ তুমি মিশে থাকো মোদের শব্দ কথায়
মিশে থাকো শিরায় শিরায় ভাই হারানো ব্যথায়।
ফাগুনেরই শোভা ভুলি তোমায় হারিয়ে স্বজন
নগ্ন দেহে কুর্ণিশ জানায় বৃক্ষ করে ভজন।

রক্তে রাঙা একুশের গান কোটি কন্ঠে গাই
ছেলে হারা শত মায়ের কান্না আজও থামে নাই।
কৃষ্ণচূড়া শ্রদ্ধায় তোমার ফুলের গালিচা সাজায়
প্রাণে প্রাণে মাসটি জুড়ে করুণ বাদ্য বাজায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ