সর্বশেষ খবর

10/recent/ticker-posts

সুপ্রিম কোর্টে বিএনপি ও আ. লীগপন্থী আইনজীবীদের বিক্ষোভ।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্টে অস্থিরতা থামছেই না। আজ বৃহস্পতিবারও (১৮ মে) পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী ও আওয়ামী লীগপন্থী আইনজীবীরা।

আজ দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবন থেকে মিছিল বের করে সরকার বিরোধী স্লোগান দেন বিএনপিপন্থী আইনজীবীরা । অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। এর কিছুক্ষণ পর পাল্টাপাল্টি মিছিল বের করে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। বার সম্পাদক কক্ষের সামনে থেকে মিছিল নিয়ে হাইকোর্ট প্রাঙ্গণ প্রদক্ষিণ করে তারা।

এর আগে, গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার সম্পাদকের রুম ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়। আজ হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন বিএনপিপন্থী ১৮ আইনজীবী, যার শুনানি হবে রোববার। মূলত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ও তার পরবর্তীতে বার কক্ষ দখলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি করে আসছিল দুই পক্ষের আইনজীবীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ