সর্বশেষ খবর

10/recent/ticker-posts

স্বাধীনতা - শিরিন শবনম।।BDNews.in


স্বাধীনতা

শিরিন শবনম 

==============

নিজের দেশে নিজের ভাষায় নিজের মতো বাঁচা

ক্ষিধেয় অন্ন ভরপুর পেট

শরীরে বস্ত্র শীত গ্রীষ্ম বর্ষার সমবিহার

এইতো স্বাধীনতায় বাঁচা!


আমার ভালো কিসে তা বোঝা নিজের কেবল অধিকার

আমি কী চাই তার নিঃসঙ্কোচ প্রকাশের অধিকার

অন্যের পাশে থাকা নিজ হৃদয়ের আর্তিতে

না চাপানো দায়বোধ 

না চাপানো ভার

এইতো নাম এক অপার স্বাধীনতা!


মহাজগতের আখরে ছোটো এক জীবন 

নিজ আনন্দ মনে ধরার অধিকার

এইতো নাম তার স্বাধীনতা!

নিজের ভাষায় কথা, নিজ গৃহ পরিবার 

বেঁচে থাকার অধিকার।


এইটুকুই তো চাওয়া স্বদেশ আমার।

প্রিয় জন্মভূমি, সবুজ বাংলা ভূমি

হারানো অধিকার পেয়েছি ফিরে -  

২৬ মার্চ, ১৯৭১ - ক্ষুদিত হলো বিশ্বের মানচিত্রে

সবুজ এক নাম বাংলাদেশ ।


এখানেই তো শেষ নয়-

অবারিত আকাশ অবারিত হাওয়া জল

স্বাধীনতাটুকু থাক তেমনি অবারিত 

নিজ খুশিতে বেঁচে থাকার শুভ্র অধিকার

তবেই পূর্ণ হয় লক্ষ শহীদের প্রাণের আকুতি

সেই স্বাধীনতার বীজ আজ খরায় শুকোয় 

প্রিয় স্বদেশ আমার! প্রিয় জন্মভূমি!

ফুলে ফলে সুশোভিত কর স্বাধীনতার অরণ্যভূমি!

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. বাহ! চমৎকার। সবকিছুই উঠে এসেছে!

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

      মুছুন