সর্বশেষ খবর

10/recent/ticker-posts

গুণ দেখে বিচার করো - কারিমা বিনতে রাজ্জাক।।BDNews.in


গুণ দেখে বিচার করো

কারিমা বিনতে রাজ্জাক

========================


গুণ দেখে নারী বিচার করো 

রূপ দেখে তো নয়,

গুণবতী নারী করতে পারে 

পৃথিবী ও জয়।।


গুণী নারী যদি ও হয়

কাকের মতো কালো,

তবুও

তার দ্বারা ছড়াতে পারে 

বিশ্ব ময় আলো।। 


রূপ থাকে দু-চার দিন 

স্হায়ী তা নয়,

গুণ থাকে চির -দিন 

স্হায়ী তা হয়।।


গুণ দিয়ে নারী ফুটিয়ে তোলে 

নিজের পরিচয়, 

গুণের দ্বারাই সমাজে সবাই 

অনেক বড়ো হয়।।


নারী যদি গুণী হয়

সংসার ও হবে সুখী,

গুণ হীনা রূপ বতী নারী 

করবে তোমায় দুঃখী।। 


হ্যা, রূপ গুণ যদি দুটোই থাকে 

তবে ভালো বেশ, 

শুধু  রূপের ফাঁদে পরলে 

জীবন তোমার শেষ।। 


পৃথিবীর সব মনিষীরা গুণের দ্বারাই

হয়েছেন অনেক বড়ো, 

তাই সদা রূপকে নয়

গুণকেই মূল্যয়ন করো।।


"এখানে গুণী বলতে, দ্বীনদার পরহেজগার এবং বুদ্ধিমতী নারী বুঝিয়েছি।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ