সর্বশেষ খবর

10/recent/ticker-posts

প্রেসক্লাবের সামনে চলমান জাতীয়করণ আন্দোলনের নতুন প্লাটফর্ম জাতীয়করণ সংগ্রাম কমিটি।।BDNews.in


মোঃ এমদাদুল হক, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে প্রেসক্লাবের আন্দোলন চলমান থাকবে। সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের প্রেসক্লাবের আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

চলমান আন্দোলনকে ফলপ্রসূ করতে বিটিএ এর নেতৃত্বে সমমনা সংগঠনগুলো নিয়ে "জাতীয়করণ সংগ্রাম কমিটি" গঠন করা হয়েছে। সংগঠনগুলো হলো:

১। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) আহ্বায়ক-মো. বজলুর রহমান প্রধান সমন্বয়কারী-শেখ কাওছার আহমেদ ২। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো) সভাপতিঃ অধ্যক্ষ মো. মাঈন উদ্দিন মহাসচিবঃ মো. রফিকুল ইসলাম ৩.বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস), সভাপতি, ডক্টর ইদ্রিস আলী, মহাসচিব -জসীম উদ্দীন আহমেদ ৪. বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন সভাপতিঃ মো. আবুল বাশার হাওলাদার। মহাসচিবঃ মো. জসীম উদ্দিন শিকদার।

৫.বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ। জনাব শাহ আলম,  সভাপতি মহাসচিব - রাকিবুল হাসান রাসেল। ৬. বাংলাদেশ শিক্ষক সমিতি তালুকদার (মান্নাফি-প্রিন্স)৭. বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (সাইদুল-খালেক) ৮.সহকারী প্রধান শিক্ষক সমিতি (জসিম উদ্দীন শেখ) ৯.মাধ্যমিক কারিগরী শিক্ষক পরিষদ ১০.জাতীয়করণ মঞ্চ।

এছাড়াও আরো কয়েকটি সমমনা সংগঠন এই সংগ্রাম কমিটিতে অন্তর্ভুক্ত হবে।

জাতীয়করণ সংগ্রাম কমিটি"তে আহ্বায়কের দায়িত্ব পালন করবেন বিটিএ এর সম্মানিত সভাপতি জনাব অধ্যক্ষ বজলুর রহমান। যুগ্ম-আহবায়ক জনাব অধ্যক্ষ মো. মাঈন উদ্দিন(বাবেশিকফো) , জনাব আবুল বাসার হাওলাদার (শিক্ষক ইউনিয়ন), প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজি ( বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম), জনাব শাহ আলম (বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ) জনাব ডক্টর ইদ্রিস আলী, (বাশিস) জনাব তালুকদার আব্দুল মান্নাফি (বাসিশ) সাইদুল হাসান সেলিম, শেখ মো জসিম উদ্দীন ( সহকারী প্রধান শিক্ষক পরিষদ) । 

জাতীয়করণ সংগ্রাম কমিটি"তে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বিটিএ এর সম্মানিত সাধারণ সম্পাদক জনাব অধ্যক্ষ শেখ কাওছার আহমদ । সহ-সমন্বয়ক হিসেবে থাকছেন জনাব মো. রফিকুল ইসলাম, মহাসচিব (বাবেশিকফো) জনাব মোঃ জসিম উদ্দিন( বাশিস) জনাব জসিম উদ্দিন শিকদার (শিক্ষক ইউনিয়ন), জনাব মেজবাহ উদ্দিন প্রিন্স (বাশিস), রাকিবুল হাসান রাসেল (বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ)  আবুল বাসার (  মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদ)  আবুল বাসার নাদিম।

এছাড়াও আরো যে সংগঠনগুলো সংগ্রাম কমিটিতে অন্তর্ভুক্ত হবেন তাদের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সংগ্রাম কমিটিতে যুগ্ম আহ্বায়ক ও সমন্বয়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ