সর্বশেষ খবর

10/recent/ticker-posts

কুমারখালীতে পৌঁছে গেছে নতুন বই।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ কুষ্টিয়া কুমারখালীতে বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বই বিতরণ সম্পন্ন করছে কুমারখালী প্রাথমিক শিক্ষা অফিস।

নতুন বছরের প্রথম দিনে নতুন ক্লাসে নতুন বইয়ের ঘ্রাণ পাবে শিক্ষার্থীরা। পহেলা জানুয়ারি কুষ্টিয়া কুমারখালী প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বই উৎসবের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। সেই লক্ষ্যে কুমারখালী শিক্ষা অফিস ইতি মধ্যে উপজেলার মোট ২৮৫ টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অফিস।

বৃহস্পতিবার দুপুরে বুজরুক দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এক যোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে নতুন বই হস্তান্তর করা হয়। নতুন বছরের প্রথম দিনেই কুমারখালী প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ১৭ হাজার ৫ শ’ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হবে ৫১ হাজার ৯শ’ অধিক নতুন পাঠ্যপুস্তক। এরই মধ্যে স্কুলে স্কুলে পৌঁছে গেছে নতুন বই। ডিসেম্বরের শেষের দিকে অবশিষ্ট বই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হবে বলছেন সংশ্লিষ্টরা। 

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম বলেন, হাতেগোনা ক’দিন পর চলতি বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করবে বিশ্ব। প্রতিবছরের মতো এবারও বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে চায় সরকার। কুমারখালী সহ সারাদেশের শিক্ষার্থীদের হাতে ১ জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন বই। এবার এই উপজেলাতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথীদের চাহিদা অনুযায়ী ইতোমধ্যে উপজেলার আওতাধীন স্কুল গুলোতে বই সরবরাহ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ