সর্বশেষ খবর

10/recent/ticker-posts

চৈত্রের খরতাপ - কাজী দেলোয়ার হোসেন।।BDNews.in


চৈত্রের খরতাপ

কাজী দেলোয়ার হোসেন

=========================


সেদিন তোমার কোন বন্ধু ছিলনা।

আমি ছিলাম তোমার সাথে তরু লতার মত ছায়া হয়ে ।


আজ চৈত্রের খরতাপে আমার পত্র পল্লব, 

শাখা প্রশাখা গুলি ধূসর বিবর্ন ।

একরাশ জল চায় আমার গ্রথিত প্রথিত শেকড় বাকড়,

ডাল পালা ছাল বাকল গুলিও জরাজীর্ণ ।


তোমার এখন বসন্ত উৎসব, সুষমামণ্ডিত চারিপাশ।

আর আমার এখন শুধুই চৈত্রের খরতাপ ।।

আমি চেয়ে চেয়ে দেখি তোমার রঙিন উৎসব ।

ভুলে যেওনা বন্ধু !


সময়ের আবর্তনে তুমিও হারাবে

তোমার মসৃণতা, এলায়িত

কেশের সুবাস, কুন্তল।


পাতা ঝরা দিনের জন্য তোমাকে প্রতীক্ষা করতে হবেনা ।

সে আসবেই প্রকৃতির নিয়মে ।

যেমন করে দিনের পরে রাত আসে।

শুধু আসবেনা ফেলে আসা দিন।

ফেলে আসা স্মৃতি ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ