সর্বশেষ খবর

10/recent/ticker-posts

তুমি চাইলেই - সামিরা খাতুন পাশা।।BDNews.in


তুমি চাইলেই

সামিরা খাতুন পাশা 

=========================


তুমি চাইলেই আমি দিতে পারি এ জনমের সকল সাধ উইল করে।

তুমি চাইলেই পারি তোমার ভালবাসার অপার সাগর পাড়ি দিতে।

তুমি চাইলেই আমি পারি উজাড় করে সব নিঃস্ব হতে,

চাইলেই পারি আবার পূর্ণ হয়ে তোমার কাছেই ফিরতে। 


চাইলেই তুমি হতে পারি তোমার আকাশের জ্বলজ্বলে সন্ধ্যাতারা।

চাইলেই তুমি দিতে পারি সাঁতার গভীর গর্জনশীল স্রোতধারা।

তুমি চাইলেই পারি মেঘের কাজল দু' চোখে আঁকতে,

চাইলেই তুমি পারি ব্যথাগুলো বুকে ঢাকতে।


তুমি চাইলেই পারি আমি মিটিমিটি ধ্রুবতারা হতে,

চাইলেই আমি পারি হাটতে তোমার ছায়াপথে।

তুমি চাইলেই আমি পারি নির্বাসন দিতে এ জনমের সাধ,

চাইলেই তুমি পারি আমি সকল আকাঙ্ক্ষায় দিতে বাঁধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ