অনুষ্ঠানে কুমারখালী পাইলট সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার মদক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশন কুষ্টিয়া খেলা শাখার সভাপতি ডাঃ এ,এফ,এম আমিনুল হক রতন।
অন্যান্য দের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন, কুমারখালী থানার তদন্ত কর্মকর্তা সুকল্যাণ বিশ্বাস, ফাঁড়ি ইনচার্জ গোলাম মওলা, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি এ,টি,এম আবুল মনসুর মজনু, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক আরাফাত জামান তপন, নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেন, মহিলা পরিষদের সভাপতি হোসনে আরা রুবি, কুমারখালী প্রেসক্লাবে সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, যুগ্ন সাধারণ সম্পাদক পদার্থ সারথী ঘোষ প্রমুখ।
এসময় অভ্যর্থনায় থেকে অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন হাসপাতালের পরিচালক বিশ্বজিৎ কুমার। স্বর্গীয় ধীরেন্দ্রনাথ বিশ্বাসের স্মরণে ফ্রী চক্ষু সেবা দেয়া হয়। এসময় প্রায় শতাধিক রোগীর ফ্রী চক্ষু সেবা প্রদান করা হয়।
0 মন্তব্যসমূহ