সর্বশেষ খবর

10/recent/ticker-posts

গোপন প্রিয়তম, সঠিক পথ - মোসা: কারিমা।।BDNews.in


গোপন প্রিয়তম, সঠিক পথ

মোসা: কারিমা

===========================


যেখানেই থাক তুমি ভালো সদা থেক,

অমঙ্গল চাই না কখনো তোমার;

আল্লাহ যেন হন তোমার সহায়,

এই দোয়া করে যাই শুধু বারবার। 


জীবনটা আলোকিত করতে হলে,

উত্তম সঙ্গীর প্রয়োজন হয়;

পাই না কোথাও খুঁজে সঠিক মানুষ, 

সঙ্গী বানাতে আজ লাগে খুব ভয়। 


হাজারো লোকের ভীড়ে ভলো পাওয়াটা,

আজ যেন হয়ে গেছে খুবই কঠিন ;

আল্লা'র কৃপা ছাড়া নাই যে উপায়, 

তার দয়াতেই পাবো সোনালী সুদিন। 


ভালো কিছু পেতে ভালো হও নিজে,

যেওনা কখনো ভুলে সঠিক বিধান ;

শত আঘাতেও থেক সৎ পথ ধরে, 

সকল ক্ষেত্রে কর রব শুধা পান।


পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত হলো, 

জীবনের সঙ্গীটা উত্তম হওয়া;

যদিও নিজেরা নয় ওতোটাও ভালো, 

স্বপ্ন সবার তবু ভালোকেই চাওয়া।


প্রিয়তম! 

জীবন সঙ্গী যদি ভালো আশা কর,

সঠিক চরিত্রের হও অধিকারী;

কুরআনের রঙে তব রাঙিয়ে জীবন, 

খাস দিলে কুকর্ম সব দাও ছাড়ি।


কারবার কর নাকো পর নারী সাথে, 

নিজ চরিত্র রেখ হেফাজত করে ;

বর্তমান যুগটা ফেতনায় ভরা,

নফসের সাথে তবু যেও সদা লড়ে।


ফেতনার যুগে ভালো থাকেন যে জন,

তিনিই সবার সেরা বলেছে রাসুল ;

উভয় জগতে তার বাড়ে সম্মান, 

সুন্নাহ পালনে না হয় যেন ভুল। 


প্রিয়তম!

সৎপথে থাকা যদি কষ্টের হয়,

সাহায্য চাও তবে মালিকের কাছে;

প্রাণ খুলে বল সব হৃদয়ের কথা,

তিনি ছাড়া আমাদের আর কে-বা আছে!


জীবনে চলার পথে যদি আসে ঝড়,

হারিওনা মনোবল জীবনের বাঁকে ;

'এ দুনিয়া পরীক্ষাগার' বুঝে তা নিও, 

মুমিনের জীবনটা কঠিনই থাকে। 


আল্লা'র প্রিয় যারা জীবনে তাদের, 

দিতে হয় কত-শত অগ্নি পরীক্ষা ;

এসবের মাঝে আছে শিক্ষা অনেক, 

জান্নাত পেতে কর ত্যাগ-তিতিক্ষা । 


সাহসের সাথে তুমি সর্বদা চলো,

অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও রুখে;

জুলুম কর না তুমি কারোর উপর, 

জালিমেরা সর্বদা মরে ধুঁকে ধুঁকে। 


বিপদ আপদে কর ধৈর্য ধারণ, 

ধৈর্যের সাথে যদি পাড়ি দাও পথ;

নেককার সালেহীনের হবে যে সাথী, 

আর নেককারদের পুরে মনোরথ।


হালাল পথে   কর রুজিরোজগার, 

হোকনা যদিও সেটা  অল্প টাকার;

রহমত বরকত আছে হালালেই,

হারামখোর দুঃখেই দিন করে পার।


হারামের সাথে যারা করে রোজগার,

অশান্তি তাদেরকে দেয় খুব তাড়া;

দুনিয়াও আখেরাত বরবাদ করে, 

ইবলিশের বন্ধু হয়ে যায় তারা।


প্রিয়তম!

দুনিয়ার সুখ দিয়ে কি এমন হবে!

যদি মোরা আখেরাত সাজাতে না পারি;

সবকিছু যেন হয় আল্লা'র তরে,

আখেরাত পেতে তাঁর কর তাঁবেদারি। 


সব কাজে রাসুলের অনুসারী হও,

নেককার অলীদের থাক সোহবতে;

কোনোমতে যদি জমে আল্লা'র প্রেম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ