আইরিন খান
==================
ফুলেরও বাগানে আমি
হারিয়ে যাবো .....,
গুনগুনিয়ে গান গেয়ে..
আমি ফুল কে শোনাবো....!!
আমি হারিয়ে যাবো..
হারিয়ে যাবো আমি.. ফুল বাগানে..!
পাখিরাও এসে গান শুনাবে..
গানের সুরে সুর মেলাবে...,
উদাসী মন আমার..
দুলবে পুলকিত হৃদয়ে..
রাঙাবো এ মন ফুলের ও ঘ্রাণে..!!
আমি হারিয়ে যাবো..
হারিয়ে যাবো , আমি ফুলের ঘ্রাণে..
তুমি গান শোনাবে ছুটে এসে ,
আমার পাশে ..কানে কানে ..!
আমি হারিয়ে যাবো..
হারিয়ে যাবো, আমি তোমার সনে..!
0 মন্তব্যসমূহ