ফ্যামেলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের কনসালটেন্ট ডা.তানজিমা সিদ্দিকাহ্। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি আসিফ রাহাত।
ব্লাড ডোনেশন ক্লাবের সাধারন সম্পাদক সাগর শেখ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. সুপ্রিয় মালাকার, বক্ষ ব্যাধি ও মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. মিঠুন চক্রবর্তী, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. কাজী নাজমুল হক শাওন, ফ্যামেলি কেয়ার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুশফিকুর রহমান, ডা.সৌভিক দে, বিশ্বাস চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুরুজ আলী বিশ্বাস, সোহাগ ক্লিনিকের পরিচালক নুরুল আমিন সোহাগ, কুমারখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ ফ্যামেলি কেয়ারের জেনারেল ম্যানেজার তপু বিশ্বাসসহ ব্লাড ডোনেশন ক্লাবের সদ্যস্য তানভীর রহমান জুয়েল, সিনি.সহ সভাপতি আমিনুল ইসলাম সজীব, সহ সভাপতি ইয়া রাফি ইসলাম পলাশ , সাংগঠনিক সম্পাদক আরাফাত নাঈম , সাহকারী সাংগঠিক সম্পাদক সাগর হোসেন, সোহানুর রহমান সোহান, সামছুল আলম, সজীব হোসেন, হাবিল শেখসহ আরো অনেকে ।
উল্লেখ্য, ২০১৫ সালে কুমারখালীতে ব্লাড ডোনেশন ক্লাবের যাত্রা শুরু করে।
0 মন্তব্যসমূহ