সর্বশেষ খবর

10/recent/ticker-posts

স্রষ্টার ভালবাসা - সামিরা খাতুন পাশা।।BDNews.in


স্রষ্টার ভালবাসা

সামিরা খাতুন পাশা 

============================


ভোরের হাওয়ায় দোল দিলে যায়

স্বপ্ন ভাঙায় ঘুম,

আলতো পায়ে চুপি সারে 

চোখে দিয়ে চুম।


সাদা মেঘের চাঁদোয়া ছেয়ে 

গগণ ধুসর করে,

হিমেল হাওয়া মিষ্টি হিমে

ছোট্ট ঘরটি ভরে।


প্রভাত শেষে রবির আলো

সরায় মেঘের না',

খুব যতনে জড়িয়ে ধরে

শিশির ভেজায় পা।


ধোঁয়া ধোঁয়া আকাশখানি

উদাস করে প্রাণ,

প্রভাত হতেই কিচির মিচির 

পাখির কলতান।


ফুলের বনে ডালে ডালে

প্রজাপতি খেলে,

আপন নীড়ে ফেরে পাখি

সন্ধ্যা পাটে গেলে।


সৃষ্টি জুড়ে অদ্বিতীয়ের

আয়োজন বিশ্বময়,

সাজিয়ে রাখে সবার তরে

আপন মহিমায়।


ক্লান্তি নাশে মহান সে জন

ঘুমের রাজ্যে ভাসায়,

রাত পোহালেই আবার জাগি

স্রষ্টার ভালবাসায়।


দিবস শেষে রাত্রি নামে

রাত্রি শেষে দিন,

পাখ পাখালি, ফুল ফসলে

বিধাতায় অনেক ঋণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ