সর্বশেষ খবর

10/recent/ticker-posts

নাটোরের সিংড়ায় কৃষককে গাছে বেঁধে পেটালেন ইউপি সদস্য মোখলেছ।। বিডি নিউজ.ইন।। BD News.in


ইমরান হোসেন: নাটোরের সিংড়ায় ২ জন কৃষককে বেধরক পেটালেন  ইউপি সদস্য মকলেছ আলী। ঘটনাটি ঘটেছে উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা গ্রামে। 

জানা যায়, রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে শালমারা- বাঁশবাড়িয়া মাঠে বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদত ও বেলায়েতের গরু ঐ ইউপি মেম্বারের আমন ধানে প্রবেশ করে। 

এ সময় ইউপি সদস্য ও তাঁর লোকজন ১১ টি গরু বেঁধে রাখে।  খবর পেয়ে ঘটনাস্থলে ঐ দুজন কৃষক উপস্থিত হলে,ইউপি মেম্বার কৃষক বেলায়েত (৬০) কে  গাছের সাথে বেঁধে রাখে এবং অপর কৃষক শাহাদত (৭০) কে লাঠি দিয়ে বেধরক পেটায়। 

পরে বিষয়টি জানাজানি হলে দুজনকে ছেড়ে দিতে বাধ্য হয়। অভিযুক্ত ইউপি সদস্য মকলেছ আলী বলেন, তাদের গরু আমার জমি নষ্ট করায় তাদের কে গ্রামে ধরা হয়েছিল।  ২/১ টি লাঠি দিয়ে মারার কথা স্বীকার করেন তিনি। 

এ বিষয়ে বাঁশবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য কুরবান আলী জানান, ঘটনাটি জানার পর আমি মকলেছ মেম্বারকে ফোন করে অনুরোধ, বিনরোধ করি। তারপর তাদের ছেড়ে দেয়। ইটালি ইউনিয়ন চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, এ বিষয়ে শুনেছি তবে ঘটনাটি সঠিক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ