সর্বশেষ খবর

10/recent/ticker-posts

পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশও ক্ষতিপূরণ আদায় করতে পারবে।।BDNews.in


মো: আলি হোসেন, ঢাকা মহানগর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন, জাপান যেমন দ্বিতীয় বিশ্বযু দ্ধে ক্ষতিপূরণ দিয়েছিল, তেমনি একদিন পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশও ক্ষতিপূরণ আদায় করতে পারবে। এমন’কি পাকিস্থানকে ক্ষমা চাইতেও বাধ্য করা হবে।

শনিবার সকালে মাদারীপুর শহরের লেকেরপাড়ে ৫ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ৫ তলাবিশিষ্ট নবনির্মিত বঙ্গবন্ধু ‘ল’ কলেজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মাদারীপুর-০২ আসনের এই সংসদ সদস্য আরো বলেন, পাকিস্তান ৭৫ বছরেও একটি সরকার একসাথে ৫ বছরেও টিকে নাই।

আর বাংলাদেশ এমন একটি অবস্থানে দাঁড়িয়েছে যে পাকিস্তানের সাংবাদিকরাও বাংলাদেশের মতো পাকিস্তানকে বানাতে প্রস্তাব দেয় সেই দেশের প্রধানমন্ত্রীকে। শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করেছিলেন বলেই তারেক জিয়া লন্ডনে বসে ভিডিও কলে নেতাকর্মীদের সাথে মিটিং করে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছে, সেটা নিয়ে কাজ করছে সরকার।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, অসংখ্যক মানুষকে বিএনপির হাতে জীবন দিতে হয়েছে। সেই বিএনপি গণতন্ত্রের কথা বলে মাঠ গরমের চেষ্টা করছে, কিন্তু পারছে না। পৃথিবীতে বহু গণতান্ত্রিক দেশ রয়েছে, সেই দেশগুলোতে যেভাবে জাতীয় নির্বাচন হয়, ঠিক তেমনি বাংলাদেশেও নির্বাচন হবে, এর বাইরে নির্বাচন করার কোন সুযোগ নেই। বার বার ভুল সিদ্ধান্ত নিয়ে বিএনপি নিজেদের অস্তিত্ব ধ্বংস করছে।

তাই আগামী নির্বাচনের মধ্য দিয়ে যে পথ সৃষ্টি হয়েছে, সেটা বিএনপিকে সারিয়ে তোলার আহবানও জানান তিনি।

মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাসুদ আলম খান, শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, বঙ্গবন্ধু ‘ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অ্যাডভোকেট রেজাউল করিমসহ অনেকেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ