সর্বশেষ খবর

10/recent/ticker-posts

হৃদয়ে প্রশান্তির প্রলেপ - শিরিন শবনম।।BDNews.in


হৃদয়ে প্রশান্তির প্রলেপ

শিরিন শবনম

=================


কোনখানে ছিলে হারিয়ে সখা

কোন অতলের তলে?

মনে ছিলে তবু লিখি নাই, লিখি নাই চিঠি।

ভুলে না থেকেও যে আড়ালে হারায়

তারে মিছে খুঁজব কোথায়?


নিজের সাথে নিজেরই পণ

হারিয়ে যে থাকে থাকুক সে হারানোর দলে...!

ছোটো এ জীবনে আর কত সইব-

তবু যাই সয়ে চোখের কাজল ধুয়ে যাওয়া জলে-

যত পেয়েছি অঞ্জলী ভরে অযতন অনাদর।


সেধে নিয়েছি যে যাতনা বলার তো কিছু নেই।

জীবনের পথে পথে কত কী কোচড়ে ভরি

সব কিছু থাকে না সাথে। সব কি যায় হারিয়ে?

জীবনের সকল কুহক কুহেলী ছাপিয়ে কিছু যায় রয়ে- 

রয়ে যায় হৃদয়ের ভাঁজে ভাঁজে। দূর আকাশের নক্ষত্র হয়ে।


তবুও আনন্দ তবুও প্রাপ্তিমোহ জাগে প্রাণে

ভুলি নাই যারে সেও যখন রাখে হৃদয়কোরকে-

সব ভুলে যাই তখন হৃদয়ে প্রশান্তির প্রলেপ জড়িয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. জীবনের পথে পথে যা পাওয়া হয় সব রাখা যায় না সত্য কিন্তু সব ভোলাও হয় না। জীবনের কিছু মানুষ কিছু স্মৃতি জড়িয়ে থাকে সুখে দুঃখে অস্তিত্বের অংশ হয়ে!

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

      মুছুন