সর্বশেষ খবর

10/recent/ticker-posts

চাকরি পেয়ে বিমানে চড়িয়ে মায়ের ইচ্ছে পূরণ।। বিডি নিউজ.ইন।। BD News.in


পাবলিক সার্ভিস কমিশনের প্রকাশিত ফলাফলে (বিশেষ নন-ক্যাডার) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী শিপন রায়। চাকরি পেয়েই মাকে বিমানে চড়িয়ে মায়ের ইচ্ছেপূরণ করেছেন শিপন। শিক্ষক হতে চেয়েছিলেন তিনি। নিজের স্বপ্ন পূরণ হয়েছে।

মায়ের ইচ্ছে ছিল বিমানে চড়ার। এবার মায়ের ইচ্ছেটাকে পূরণ করতে আর দেরি করেননি। ধার দেনা করেই বিমানের টিকেট করে বিমানে একসাথে দুজন বসে ঢাকা থেকে মাকে নিয়ে গেলেন চট্টগ্রামে। জীবনে প্রথমবার বিমানে চড়ে মা বেশ খানিকটা ভয় পেলেও চোখে-মুখে ছিল খুশির ঝিলিক।

মা গীরু বালা রায় অন্যের জমি ও বাড়ি-বাড়ি কাজ করে ছেলেমেয়েদের বড় করেছেন। শিপনের এক ভাই নরসুন্দরের কাজ করেন। আরেক ভাই রিকশা চালান। এক বোনের বিয়ে হয়েছে। বলতে গেলে নিজেদের কোনো জায়গাজমি নেই। বাবা স্বপ্ন রায় মানুষের জমিতে দিনমজুরি করতেন। তিনি মারা গেছেন অনেক আগে।চবির বাংলা বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণি পেয়েছিলেন শিপন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করার অনুমোদন পেয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ