সর্বশেষ খবর

10/recent/ticker-posts

হে মধ্যবিত্ত তুই মহান, তুই–ই শ্রেষ্ঠ।। বিডি নিউজ.ইন।। BD News.in


হে মধ্যবিত্ত তুই মহান, তুই–ই শ্রেষ্ঠ!! 

মেরাজ আহম্মেদ খান


হে উত্তম, আমি কি মধ্যবিত্ত? 

হ্যাঁ, তুই মধ্যবিত্ত, 

তুই হাসিমুখে সব গ্রহণকারী, 

এক আজব মানবযন্ত্র.....!!


এতো স্বপ্ন তোর জন্য নয়, 

কিছু স্বপ্নকে হত্যা করতে হয়,

অন্যথায় বেঁচে থেকেও মৃত্যুর স্বাদ নিতে হয়! 


দূর থেকে হাসিটাকে সত্যি ভাবিস না,

ভেতরটা তোর ঝলসে আছে, 

সে তো সবারই অজানা.......!!

কেউ তো তোকে ভালোবাসেনি, 

শুধু মায়ায় বেঁধেছিল মাত্র.......!!


রাত জাগা শেখানো সেই মানুষ গুলো নেই,

এখন কিভাবে কাটে তোমার রাত? 

সময়ের ব্যবধানে তোর তুমিটাও আজ অন্য কারো,

তুই যে বড়ই অসহায় হে মধ্যবিত্ত!! 


তোর রচিত এই সুন্দর গল্পে, 

আমি খুঁজে পাইনা কোন বাস্তবতার ভালবাসা...

তবুও কেন গড়িস মিথ্যা সম্পর্ক আবারো?


আমি শুধু জানতে চাই, 

সে মুখ লুকিয়ে কার বুকে? 

তোর গল্প শোনায় কাকে? 

তুই তো তাহার সেই বিরহে, রইবি বিলীন।

তাহাতে'ই করবি বাস,

দীর্ঘদিবস-দীর্ঘরজনী-দীর্ঘবরস মাস! 


তুই বড়ই সস্তা মানুষ, সেটা কি বুঝেছিস? 

তুই হারালে কেউ করবেনা আফসোস!

স্রষ্টার সৃষ্টি সেরা বুদ্ধিদীপ্ত জীব, তুই মানুষ।


স্পষ্টতই লিখা আছে আসমানী কিতাবে,

অথচ স্বভাব-চরিত্রে এই জীবের মতো 

নিকৃষ্ট কোন জীব, আমি দেখিনি পৃথিবীতে.....!!


হারিয়ে গেছে মনুষ্যত্ব অট্টালিকার ভাঁজে,

মুখোশ পরা মানুষগুলো তাই দিব্যি বসে হাসে! 

তোর মতো কিছু মত্ত-উন্মাদ দেখলেই বুঝা যায়, 

যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, 

সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে,

তবুও ভালোবাসাটা রয়ে যায় অজানায়,

হয়তো আক্ষেপে, নয়তো অপেক্ষায়! 


আমি বুঝি,

মানুষ পরিবর্তন হয় বিশেষ কোনো কারণে, 

নয়তো কারোর তিক্ততার আচরণে........!! 


হে মধ্যবিত্ত তুই মহান, তুই ই শ্রেষ্ঠ!!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ