সর্বশেষ খবর

10/recent/ticker-posts

সে অপরাধী নয়।।বিডি নিউজ.ইন।।BDNews.in


নয়ন মাহমুদঃ যে মানুষটিকে সময়ের ব্যবধানে হাড়িয়ে ফেলেছেন অথবা ভাগ্যের নির্মম পরিহাসের শেষ পরিনতিতে তার পক্ষে কথা রাখা সম্ভব নয়, সেই মুহূর্তে আই যাই হোক তাকে যদি মিথ্যাবাদী অপবাদ টা দেন ভূল করবেন, অনেক বড় ভুল করবেন। মানুষটি আপনাকে কিছুই দেয় নি তবে যা দিয়েছে সমস্ত পৃথিবী ঘুড়েও সেটি অর্জন করতে পারবেন না। 

মানুষটি আপনার প্রিয় একটি জায়গা দিয়ে যাবে, যেখানে মন খারাপের সময়ে নিরব পৃথিবীর সাথে দুঃখগুলী ভাগাভাগি করে নিতে পারবেন। পারবেন ভালো নরম মনের মানুষ হতে। অর্জন করতে পারবেন বিনয়ী হয়ে মানুষকে সন্মান করতে পারার সক্ষমতা। পারবেন দায়িত্ববোধ কে প্রাধান্য দিতে। মানুষটিকে না হাড়ালে হয়তো এসবের কোন কিছুই আপনি এতো নিখুঁত ভাবে পেতেন না। 

আসলে তারা ছেড়ে গেলে আমরা বাঁচতে শিখি নতুন ভাবে। নিজের মাঝে নিজেকে দুমড়ে মুচড়ে ফেলি শত শত বার। তবুও দিন শেষে মুখে এক চিলতি মিথ্যা হাসি নিয়ে বেঁচে থাকি দায়িত্ববোধকে প্রাধান্য দিয়ে।

ছেলেরা সারাটা জীবন পরিবারের দায়িত্ব কাধে নিয়ে একা জীবন পরিচালনার সক্ষমতা দেখিয়েছে অনেক বার। ছেলেদের ভালবাসা যেমন লুকায়িত তেমনি তারা কষ্টগুলী লুকিয়ে রাখতে পারে মিথ্যা হাসির মাধ্যমে। একজন ছেলে অনুভুতি নিয়ে একা কাটিয়ে দিতে পারে সারাটি জীবন। 

বন্ধু মহলে সে বোকা, সে ভুল করছে, সে পারফেক্ট না শোনার পর সে মন্ধু মহল ছেড়ে একা জীবনে পা রাখে। অনুভুতির জায়গাতে আঘাত করা মানুষগুলী তার কাছে সব থেকে দূরের। আসলে পৃথিবীতে প্রতিনিয়ত জীবন্ত লাশের মিছিলে অনাকাঙ্ক্ষিত ভাবে যুক্ত হচ্ছে শত শত নিষ্পাপ, কোমল মনের কিছু অনুভুতির চরিত্র। দিনশেষে তাদের মুখে একটাই বানী "ভালো থাকুক ভালোবাসা, বেঁচে থাকুক প্রার্থনায়!!

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ