সর্বশেষ খবর

10/recent/ticker-posts

নবান্ন উৎসব - শাহনাজ পারভীন।।বিডি নিউজ.ইন।।BDNews.in


নবান্ন উৎসব 

শাহনাজ পারভীন 


হেমন্ত এলেই মনে আনন্দ আসে

চারিদিকে নতুনের আমেজ জাগে,

যে দিকে  তাকাই  নতুনের গন্ধ পাই

সোনালী ধানের ক্ষেত শুধু চোখে ভাসে।


নবান্ন মানেই সকালে খেজুরের রসের হাঁড়ি 

রৌদ্রে বসে খেজুরের পাটালী আর মুড়ি, 

সেই সব ছায়াভাসা আচ্ছন্ন সকালের ছবি

হালকা কুয়াশার অন্তরালে নিস্তেজ সূর্য রবি। 


আগের দিনে গরু দিয়ে করতো মাড়াই ধান

এখন বিলুপ্তর দিকে প্রায় এর মান,

কৃষকের গোলায় নতুন ধান কৃষাণীর ব্যাস্ততা

নতুন ধানের ক্ষীর-পিঠার ঘ্রাণে আমোদিত। 


হেমন্ত এলেই দিগন্ত জুড়ে ছেয়ে যায় হলুদ -সবুজে 

এই শোভা দেখে কৃষকের মন আনন্দে নেচে উঠে, 

তাই বছর ঘুরে  আবার ফিরে আসে নবান্ন উৎসব 

অগ্রহায়ণ এলে সর্বত্র নতুনের ধ্বনি উঠে বেজে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ