সর্বশেষ খবর

10/recent/ticker-posts

ভাঙারি জিনিস দিয়ে গাড়ি বানালেন গ্রামের যুবক।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ গ্রামের এক যুবক পুরনো পার্টস দিয়ে একটি ছোট্ট গাড়ি বানিয়েছেন। ভাঙারি জিনিসের এই গাড়িতেই ঘুরছেন দেদারছে। এমনকি যাত্রী বহন করে টাকাও কামাই করছেন।

প্রায়ই টুইটারে বিভিন্ন ব্যক্তির আশ্চর্যজনক সৃজনশীলতা শেয়ার করেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। অনেকসময়ে তাদের সৃষ্টিতে বাহবা দিতে আর্থিক সাহায্য, চাকরি বা তার সংস্থার গাড়িও উপহার দেন। তেমনই এই যুবকের ছোট্ট গাড়িটি তুলে ধরলেন এবার।

একটি ভিডিও শেয়ার করে আনন্দ মাহিন্দ্রা লিখেছেন, এখন হোক, পরে হোক স্থানীয় কর্তৃপক্ষ তাকে এই গাড়ি বেশিদিন চালাতে দেবেন না। কারণ এটি নিয়ম লঙ্ঘন করে। আমি ব্যক্তিগতভাবে তাকে তার এই সৃষ্টির বিনিময়ে একটি বোলেরো অফার করছি।

তিনি বলেন, আমাদের অনুপ্রাণিত করার জন্য তার সৃষ্টি MahindraResearchValley-এ প্রদর্শিত হতে পারে। আমাদের বিশ্বাস, ‘সম্পদপূর্ণতা’ কথার অর্থই হল কম সম্পদেই বেশি কিছুর সৃষ্টি করা।

ওই যুবক জানিয়েছেন, পুরনো মোটরসাইকেলের ইঞ্জিন দ্বারা গাড়িটি চালিত।

বাকি সব পার্টস পুরনো গাড়ি থেকে ওজন দরে কিনেছিলেন তিনি। সবমিলিয়ে ৫০-৬০ হাজার টাকা খরচ করেছেন।

ঢাকা/মীম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ