সর্বশেষ খবর

10/recent/ticker-posts

কল্পনা-সানজিদা রহমান আইরিন।।BDNews.in


কল্পনা

সানজিদা রহমান আইরিন

========================


যখন ধরার মাঝে আঁধার নামে

সব কোলাহল থামে,

পাখিরা ঘুমায় নীড়ে, 

আমি লিখতে বসি তোমায় নিয়ে। 

মোমবাতির ঐ আবছা আলোয় লিখে যাই আনমনে।


হঠাৎ মোমবাতি আমায় জিজ্ঞেস করে বসে;

কিরে কাকে নিয়ে লিখিস এতো ক্ষণে ক্ষণে? 

সে ও কি আমার মতো ভালোবাসে?

আমি যেমন ভালোবেসে বুকে জায়গা দিয়েছি সুতাকে।


সে ও কি আমার মতো কাঁদে? 

বলনা রে! 

সুতা যখন আগুনে জ্বলতে রয়, 

আমি যেমন কান্না করে নিজেকে করি ক্ষয়। 


আমি কোন উত্তর দিলাম না, 

একটা দীর্ঘশ্বাস ফেলে খুলে দিলাম জানলা।

হঠাৎ হালকা বাতাসে মোমবাতির আলো কাঁপে, 

মোমবাতি নিভে যায়। 

বিদঘুটে অন্ধকারে বসে আমি 

তোমায় নিয়ে ভেবে যাই।


আমার ভেতরটা খুব কাঁদছে,

তোমার কাছে ছুটে যেতে ইচ্ছে করছে।

কিন্তু চাইলেও কি যাওয়া যায়? 

তুমি যে আজ অনেক দূরে।

হ্যাঁ,অনেক বেশিই দূরে।


তুমি কি জানো?

আজও আমি তোমায় নিয়ে কতটা ভাবি?

কতটা নির্ঘুম রাত্রী কাটিয়ে দি!

জানো না!

জানবেও না কোনদিনও!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ