সর্বশেষ খবর

10/recent/ticker-posts

বৃষ্টি ও শীতের তীব্রতা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ সারাদেশের আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি সোমবারও দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বলা হয়েছে, এর প্রভাবে বাড়তে পারে শীতের তীব্রতা।

আবহাওয়া পরিস্থিতি নিয়ে সোমবার সকালে এসব পূর্বাভাস দেন সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।

তিনি জানান, আজকেও ঢাকাসহ সারাদেশে গতকালের মতো গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে।

গুঁড়িগুঁড়ি বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা কমতে পারে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, এ সময় তাপমাত্রা কিছুটা কমবে। ফলে তুলনামূলক বেশি শীত অনুভত হবে। এ অবস্থা দুই-একদিন থাকতে পারে। এ সময় সারাদেশের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এরপর আবার আবহাওয়া আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকা/মীম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ