সর্বশেষ খবর

10/recent/ticker-posts

রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ার নামক একটি বাণিজ্যিক ভবনের ১১ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। ভবনটিতে যমুনা টিভির সেন্টার রয়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, বৃহস্পতিবার বেলা ১১টা ৪ মিনিটে রাহাত টাওয়ারে আগুন লাগার খবর আসে। আগুন নিয়ন্ত্রণে ১১টি ইউনিট মোতায়েন করা হয়েছে। চার মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

ভবনটির ১১ তলায় যমুনা টেলিভিশনের অফিস রয়েছে। যমুনা টিভির একজন জানিয়েছেন, তাদের অফিসেই আগুন লেগেছে। টেলিভিশনটির স্ক্রলেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আশিক হোসেন নামের যমুনা টিভির এক রিপোর্টার জানান, তারা নিউজরুমে ছিলেন। ধোয়া দেখে তারা নিচে নেমে এসেছেন। কোথা থেকে আগুনের সূত্রপাত তা জানাতে পারেননি।

ভবনটি থেকে ধুয়ার কুন্ডলি বের হতে দেখা যাচ্ছিল। আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের অন্তত ৭০ জন কর্মী।

বাইরে থেকে আগুন দেখা না গেলেও ১১ তলার প্রতিটি জানালা থেকে ধোঁয়া বের হচ্ছে।

আগুনে এখনও পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শাহজাহান শিকদার।

তিনি বলেন, ‘আগুন ১১ তলাতেই আছে। অন্য কোনো ফ্লোরে ছড়ায়নি। ১২টা ১০ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমাদের ১১টি ইউনিট কাজ করছে। কোনো হতাহতের ঘটনা নেই।’

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি র‌্যাব ও পুলিশের অনেক সদস্য উপস্থিত রয়েছে।

ঢাকা/মীম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ