সর্বশেষ খবর

10/recent/ticker-posts

শীত দিনে কমবে, বাড়বে রাতে! নতুন তথ্য দিলো আবহাওয়া অফিস।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকায় বাতাসে বেড়েছে আদ্রতার পরিমাণ। ফলে দিনের বেলায় গরম অপেক্ষাকৃত বাড়ছে। এক্ষেত্রে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমবে।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

এতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর বিস্তৃত।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, এ অবস্থায় মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

ঢাকায় পূর্ব অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬ থেকে ১২ কিলোমিটার। বুধবার (২৬ জানুয়ারি) নাগাদ রাতের তাপমাত্রা আরও কমতে পারে। আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থাও সামান্য পরিবর্তন হতে পারে।

ঢাকা/মীম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ