সর্বশেষ খবর

10/recent/ticker-posts

তৈমূর কাকার ইশতেহার ফলো করব: আইভী।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে হ্যাটট্রিক জয়ের পর জীবনের শেষ দিনটিও নগরবাসীর জন্য উৎসর্গ করার বাসনা প্রকাশ করেছেন মেয়র সেলিনা হায়াৎ আইভী।

নির্বাচনে তিনি উন্নয়নের যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলোও পূরণ করার অঙ্গীকার করেছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি তৈমূর যে ইশতেহার দিয়েছেন, সেটি অনুসরণ করবেন বলে জানিয়েছেন আইভী

টানা তৃতীয় জয়ের পর রোববার রাতে নগরীর দেওভোগে নিজ বাড়ির বারান্দায় বসে সাংবাদিকদের এসব কথা বলেন আইভী।

রাতে জয় নিশ্চিত হওয়ার পর আইভী নিজ বাড়িতে উপস্থিত সাংবাদিকদের বলেন, আইভী জনতার। সব সময় জনগণের ছিল। আজীবন আইভী জনগণের হয়েই থাকতে চায়। আজীবন আইভী আপনাদের। নৌকা-আইভী এখানে এক ও অদ্বিতীয়।

তিনি বলেন, ‘সবাইকে নিয়ে কাজ করা যাবে না। তবে তৈমূর কাকা যে ইশতেহার দিয়েছেন, সেটি ফলো করব।’

তৈমূর আলমের আনা অভিযোগের উত্তরও দেন তিনি। আইভী বলেন, ‘আমি তো জানি না উনি কী অভিযোগ করেছেন। কী হয়েছে সেটা তো আপনারা দেখেছেন। এত গণমাধ্যম, আমি তো আগে কখনও দেখিনি। আমার গত দুইটা নির্বাচনে গণমাধ্যমের এত উপস্থিতি দেখিনি। আপনারা সারাদিন নারায়ণগঞ্জে ছিলেন। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্য ছিলেন। ইঞ্জিনিয়ারিংটা কোথায় হলো?’

ভোটের গতি নিয়ে তিনি বলেন, ‘আমি সকাল থেকে অভিযোগ করেছি ভোটগ্রহণ ধীরগতিতে হচ্ছে। যদি ভোট স্লো না হতো, তাহলে এক লাখ ভোটে ডিফারেন্স হত।’

নির্বাচনের মাঠে কোনো ভয় বা শঙ্কা ছিল কিনা- এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘নির্বাচনে কোনো ভয় বা শঙ্কা ছিল না। তবে নির্বাচনে জয়ের ব্যাপারে আমার ওভার কনফিডেন্সকে অনেকে ভিন্নভাবে দেখেছেন। আমি কাজ করেছি, তাই জানতাম জনগণ আমাকে বিমুখ করবে না।’

আইভী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে যে মুখ করে নৌকা তুলে দিয়েছিলেন, আমি সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছি। আমি আওয়ামী লীগের হয়েই থাকতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলেই থাকতে চাই। আমি জয় বাংলাই বলব।’

গত নির্বাচনের চেয়ে ভোট কম পাওয়া নিয়ে কিছুটা অতৃপ্ততার কথা বলেন নারায়ণগঞ্জ নগরের এই অভিভাবক। তিনি বলেন, গতবারের চেয়ে ভোট কম পেয়েছি। তবে ভোটও কম কাস্ট হয়েছে। আরও বেশি কাস্ট হলে আরও বড় ব্যবধানে জিততে পারতাম।

উপস্থিত সাংবাদিকরা জানতে চান, এবার বিজয়ের পর তার প্রধান কাজ হবে কোনটি- এর জবাবে আইভী বলেন, আমার প্রধান কাজ হবে প্রধানমন্ত্রীকে দিয়ে শীতলক্ষ্যা নদীর ওপর কদমরসুল ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করানো। নগরের বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধান এবং নগরবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা করা।

ঢাকা/মীম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ