সর্বশেষ খবর

10/recent/ticker-posts

কৃষকরাও অবাক, ভেবেছিলেন ‘পুলিশের কোনও চাল’।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ পাঞ্জাবে (Punjab) প্রধানমন্ত্রীর কনভয় ঘুরিয়ে চলে যাওয়ার ঘটনায় নয়া দাবি। যে কৃষকরা বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় যাওয়ার পথে রাস্তা অবরোধ করেছিলেন, তাঁরা এখন বলছেন, তিনি যে এই পথ দিয়ে যাবেন সে সম্পর্কে তাঁদের কোনও ধারণা ছিল না।

আন্দোলনকারীদের একাংশের দাবি, পথ অবরোধ শুরু করার পর পুলিশ তাঁদের সঙ্গে কথা বলেছিলেন। তবে কৃষকরা নাকি পুলিশের কথা বিশ্বাস করেননি সেদিন। তাঁদের বক্তব্য, ‘প্রধানমন্ত্রী মোদীর উচিত ছিল কাউকে পাঠিয়ে আমাদের সরে যেতে বলা। আমরা ভেবেছিলাম পুলিশ আমাদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে। যেখানে প্রধানমন্ত্রীর জন্য একটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে তাহলে তিনি কেন রাস্তায় আসবেন?’ মোগা-ফিরোজপুরের রাস্তায় দাঁড়িয়ে এক বিক্ষোভকারী বলেন, ‘পুলিশ আমাদের বোকা বানানোর চেষ্টা করছিল।’

প্রসঙ্গত, বুধবার ভোটের প্রচার ও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর। সেই অনুযায়ী পাঞ্জাবের ফিরোজপুরে এক সভায় যাচ্ছিলেন মোদী। কিন্তু সেদিন এই সভায় যাওয়ার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে অবরোধের অভিযোগ ওঠে। একটি উড়ালপুলে ১৫-২০ মিনিট আটকে থাকে তাঁর কনভয়। শেষমেশ তিনি ফিরে যান ভাতিন্দা এয়ারপোর্টে। সর্বভারতীয় সংবাদসংস্থার দাবি, সেখানে তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন ‘বেঁচে আছি, এই অনেক। আমার আজ প্রাণহানি হতে পারত। এয়ারপোর্টে পৌঁছে গেছি, সে জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।’ এদিকে খোদ প্রধানমন্ত্রীর কনভয় আটকানোর ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে রয়েছে দেশীয় রাজনীতি। প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ইতিমধ্যে এই ঘটনার আঁচ সুপ্রিম দ্বারে অবধি গিয়ে পৌঁছেছে।

ভারতীয় কিষাণ ইউনিয়নের একটি দলের কৃষকরা বলছেন যে তারা প্রাথমিকভাবে ফিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ করতে যাচ্ছিলেন। তবে প্রধানমন্ত্রীর সমাবেশের কারণে পুলিশ তাদের বাধা দেয়। এক বিকেইউ নেতা জানান, ‘এটা সেই ধরনের পরিবেশ নয়। পাঞ্জাব একটা শান্তিপূর্ণ জায়গা। অন্য কোনও রাজ্যের মতো নয়। প্রধানমন্ত্রী এই জায়গা পর্যন্ত ১২০-১৩০ কিলোমিটার গাড়ি চালিয়েছিলেন।’

ঢাকা/মীম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ