সর্বশেষ খবর

10/recent/ticker-posts

ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তাপমাত্রা কমতে পারে আরও।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা, সূর্যের দেখা পাওয়া যায়নি দুপুর পর্যন্ত। সারাদিন এই আবহাওয়া বিরাজ করতে পারে। রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে বেড়ে গেছে শীতের তীব্রতা, নেমে গেছে তাপমাত্রা।

খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আরও দু’একদিন এই আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতরে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, এই আবহাওয়া আরও দু’একদিন থাকতে পারে। তাপমাত্রা আজ কিছুটা কমতে পারে। কিছু এলাকায় হালকা থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে বলে তিনি জানান।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬, ময়মনসিংহে ১৩ দশমিক ৮, চট্টগ্রামে ১৬ দশমিক ২, সিলেটে ১৩ দশমিক ৫, রাজশাহীতে ১৩ দশমিক ৭, রংপুরে ১৩ দশমিক ৪, খুলনায় ১৪ দশমিক ৮ এবং বরিশালে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকা/মীম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ