সর্বশেষ খবর

10/recent/ticker-posts

আমি দুই ভোটে জিতে যাব: নিপুণ।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের সাধারণ সম্পাদক পদে পার্থী হয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ। নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট অপরদিকে ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জায়েদ খান।

তবে নির্বাচনের ফলাফল মানতে নারাজ এই নায়িকা। শনিবার (২৯ জানুয়ারি) আপিল করেছেন নিপুণ। কেন আপিল করেছেন জানতে চইলে নিপুণ বলেন, ‘আমি কেন আপিল করেছি এখন সারা বাংলাদেশ জানবে। আমার ১৬টা ভোট নষ্ট হয় কিভাবে?’

তিনি বলেন, ‘যদি আমার ১৬টা ভোট কাস্টিং করে দেওয়া হয় তাহলে আমি দুই ভোটে জিতে যাব, এছাড়া প্রশাসনও আমাদেরকে অসহযোগিতা করেছে।’

বিষয়টি নিয়ে কথা বলেন সদ্য নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘কার্যকরী পরিষদে ১০টি হলেও সম্পাদকীয় পরিষদে ২৬টি ভোট নষ্ট হয়েছে। যা অনাকাঙ্ক্ষিত। আমরা আপিল করেছি, কীভাবে এটা নষ্ট হলো তা খতিয়ে দেখতে।’

এবারের নির্বাচনে ভোটার ছিলেন ৪২৮। ভোট দিয়েছেন ৩৬৫ জন। এরমধ্যে কার্যকরী পরিষদের সদস্যপদে বাতিল হয়েছে ১০টি ভোট৷ আর সম্পাদকীয়তে বাতিল হয়েছে ২৬টি ভোট৷ প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচন পরিচালনা করেছেন পীরজাদা শহীদুল হারুন। তার সঙ্গে কমিশনার হিসাবে রয়েছেন বিএইচ নিশান ও জাহিদ হোসেন।

ঢাকা/মীম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ