সর্বশেষ খবর

10/recent/ticker-posts

মা বলে গেছে বিয়ে করা লাগবে না, সমিতি নিয়েই থাকো: জায়েদ খান।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে তৃতীয়বারের মতো নির্বাচন করছেন জায়েদ খান। এর মধ্যে টানা দুইবার অনেকটা সহজে বিজয়ী হলেও আসন্ন নির্বাচনে তার বিপরীতে জোর প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা নিপুণ।

আগামী ২৮ জানুয়ারি এই নির্বাচন নিয়ে রোববার দুপুরে প্যানেল পরিচিতির আয়োজন করে মিশা-জায়েদ পরিষদ। সেখানে জায়েদ খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কদিন আগে করোনায় মাকে হারিয়েছি। বাবার মৃত্যুর এক বছরের মাথায় মা চলে গেল। রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার আগে মা বলে গেছে, ‘‘তোমার বিয়ে করা লাগবে না। সমিতি সমিতি নিয়েই থাক।’’

মায়ের এ কথা বলার কারণ, নিজের জন্য না ভেবে সবসময় এই সমিতি ও এখানকার মানুষদের জন্য কাজ করেছি উল্লেখ করে তিনি বলেন, ‘করোনার মধ্যে মারা যাওয়া প্রত্যেক শিল্পীর লাশ কাঁধে নিয়ে দাফন করেছি। এখনও আমার ঘাড়ে সেই ব্যথা। কি করিনি এই সমিতির জন্য? কাজ বেশি করেছি বলে আমার দুর্নাম বেশি হচ্ছে।’

জায়েদ খান বলেন, শিল্পী সমিতি আমার ভালোবাসার জায়গা হয়ে গেছে। আমি সমিতির জন্য অনেক কাজ করেছি, এজন্যই এতো শত্রু। তিনি আরও বলেন, যে সমিতিতে আমি এসে দেখেছি গেটে নিজের টাকা দিয়ে চা খেতে হয়, সেখানে এখন দু’টি কফি মেশিন থাকে। এটি মিশা-জায়েদের পুরো কমিটির অবদান।

‘‘এফডিসির মধ্যে কিছু কুকুর আছে। করোনার মধ্যে তারা না খেয়ে মারা যাচ্ছিল। সেই কুকুরগুলোকে বাসা থেকে রান্না করে এনে খাইয়েছি। আমি যদি একটাও কথা মিথ্যা বলি আমার বাবা-মায়ের মৃত আত্মা যেন শাস্তি পায়।’’

এ সময় জায়েদ খান অভিনেত্রী শিমুহ ত্যা প্রসঙ্গে বলেন, এই শিল্পী সমিতির নির্বাচনের জন্য আমাকে খু নের আসামি পর্যন্ত বানানোর চেষ্টা করা হয়েছে। কিছু মানুষ শিমুর পরিবারকে গিয়ে বলেছে, আপনারা একবার বলেন আমরা জায়েদ খানকে সন্দেহ করি, যা লাগে আমরা দেবো। এভাবে আমি আমার জীবন ঝুঁকির মুখে ফেলেছি।

জায়েদ খান ক্ষোভ জানিয়ে বলেন, আপনারা যদি কেউ বলতে পারেন জায়েদ খান এই অন্যায়টা করেছে শিল্পীদের ওপর, আমি এখান থেকে মাথা নত করে চলে যাবো। আমার পরিবার আমাকে বলে, শিল্পী সমিতি করে করে শেষ হয়ে যাচ্ছিস, কিছু করিস না। অন্যদিকে আপনারাও আমাকে বকেন। আমি কোথায় যাবো বলুন?

ঢাকা/মীম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ