সর্বশেষ খবর

10/recent/ticker-posts

মানেবেন্দ্র নারায়ণ লারমা শুধু একটি নাম নয়-অনিমেষ চাকমা।।বিডি নিউজ.ইন।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ মানেবেন্দ্র নারায়ণ লারমা শুধু একটি নাম নয়, মানেবেন্দ্র নারায়ণ লারমা আমাদের পরাধীন জাতির প্রতিবাদের প্রতীক। জুম্ম জাতির প্রতি মানেবেন্দ্র নারায়ণ লারমার যে নিখাদ ও অকৃত্রিম ভালোবাসা, তা কোনো দিনই পরিমাপ করা যাবে না। 

জুম্ম জাতির মহান নেতা মানেবেন্দ্র নারায়ণ লারমা এখন আমাদের মাঝে নেই,১০ ননভেম্বর ১৯৮৩ সালে মারা যান।কিন্তু তার আদর্শ প্রতিবাদ যা এখনো শেষ হয়নি। মানেবেন্দ্র নারায়ণ লারমা গর্ব করে বলতেন, ওরা আমাকে হত্যা করতে পারে। কিন্তু জুম্ম জাতিকে তারা দাবিয়ে রাখতে পারবে না। ওরা আমাকে হত্যা করলে লক্ষ মানেবেন্দ্র নারায়ণ লারমার জন্ম হবে। সত্যিই মানেবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন মৃত্যুহীন প্রাণ, জুম্ম জাতির সার্থে প্রাণ করেছিল দান।

তাইতো আজও নতুন প্রজন্মের কাছে মানেবেন্দ্র নারায়ণ লারমার পার্বত্যচট্টগ্রাম প্রেমের অনুস্মরণীয় ৷ মানেবেন্দ্র নারায়ণ লারমা জুম্মজাতির কাছে একজন আদর্শ নেতা৷তার ব্যক্তিত্ব, আদর্শ, গুণাবলি জুম্মজাতির কাছে অনুস্মরণীয় হয়ে থাকবে চিরকাল।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ