সর্বশেষ খবর

10/recent/ticker-posts

তিশার মা হওয়ার খবর শুনে নাচতে শুরু করেন ফারুকী।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা ভালোবেসে ২০১০ সালে বিয়ে করেন। চলতি বছরের ১৬ জুলাই এ তারকা দম্পতির দাম্পত্য জীবনের ১১ বছর পূর্ণ হয়েছে ৷ দুজনই ভালোবাসামাখা ছবি ও ক্যাপশন ফেসবুকে পোস্ট করে সেই দিনটি উদযাপন করেছেন।

এ বছরের শুরু থেকেই গুঞ্জন শোনা যায় তাদের ঘরে নতুন অতিথি আসার। তিশাও কাজ থেকে বিরত আছেন প্রায় কয়েক মাস। এনিয়ে কয়েক দফা যোগাযোগ করা হলে ফারুকী ও তিশা দুজন তা অস্বীকার করেন। অবশেষে গত ২৮ ডিসেম্বর সেই গুঞ্জন সত্যি করে সুখবরটি সবাইকে জানান ফারুকী-তিশা দুজনেই।

তবে তিশা যখন এই খবর ফারুকীকে জানান, তখন নাকি বাবার হওয়ার খুশিরে খবরে নাচতে শুরু করে দিয়েছিলেন। এমনটিই জানিয়েছেন তিশা।

বিষয়টি জানিয়ে তিশা বলেন. আমি যখন ফারুকীকে মা হওয়ার খুশির খবরটি জানাই ‘আমার স্পষ্ট মনে আছে, খবরটা শুনে সরয়ার বিছানা থেকে উঠে সুন্দর একটা নাচ দেয়।

তিশা আরও জানান, ফারুকীকে সবসময় ভারি ভরি কথা বলতে দেখে আসছি। কিন্তু বাবা হওয়ার খবরে সে একেবারে শিশুসূলভ আচরণ করতে থাকে।

মোস্তফা সরয়ার ফারুকীর নাচ কি তাহলে জীবনে প্রথম দেখার সুযোগ হয়? ‘না, এর আগেও একবার সৌভাগ্য হয়েছিল। আর তা আমার সঙ্গে বিয়ের পর। এবার দেখলাম, বাবা হওয়ার খবরটা শোনার পর।’

বাবা হতে যাওয়া ফারুকীর এই নাচ কি ভিডিও করে অনাগত সন্তানের জন্য রেখে দিয়েছেন? তিশা বললেন, ‘পুরো ব্যাপারটা এত কুইক হয়ে গেছে, ভিডিও করার সময়টা পাইনি। সত্যি কথা বলতে, সরয়ারের কত পরিচয়! বাবার সেই ফিলিংসটা, বাবা হতে যাচ্ছে, আসলে ওর জন্যও বিশাল আনন্দের, তখনই বুঝতে পেরেছি।’

মা হওয়া নারীর জীবনের অন্যতম একটি সুন্দর অধ্যায়। সেই খবরটা এত দিন প্রকাশ করতে না চেয়ে এই সময়ে প্রকাশ করার পেছনে কারণ কী, জানতে চাইলে তিশা বলেন, ‘মা হওয়া ও সন্তানের বিষয়টা একেবারেই ব্যক্তিগত বিষয়। এ কারণেই বিষয়টা ব্যক্তিগত রাখতে চেয়েছি। এটা স্পর্শকাতর বিষয় বলেও মনে করছি। মনে হয়েছে, একটা নির্দিষ্ট সময়েই এটা জানাব। আমার কাছে মনে হয়েছে, এখনই সেই সময়। আমার দর্শক, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা যাঁরা আমাকে ভালোবাসেন, তাঁরা এই সুখবরটি শুনলে আমার জন্য দোয়া করবেন। সবকিছু মিলেই এখন জানানো।’

ঢাকা/মীম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ