সর্বশেষ খবর

10/recent/ticker-posts

এসেছে ওমিক্রন,পর্যটকদের জন্য কড়া নিয়ম লালপাণ্ডার দেশে।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ তুষারে মুড়েছে সিকিম। গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় আছে। নতুন বছরে আরও ভিড়ের সম্ভাবনা। এদিকে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণ বাড়তে থাকায় চিন্তার কালো মেঘ সিকিমের আকাশে। পরিস্থিতি বুঝে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার।

গ্যাংটকে সিকিম রাজ্য পর্যটন দফতর থেকে জানানো হয়েছে, পর্যটন সংক্রান্ত নতুন বিধিনিষেধ আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মানতেই হবে সকলকে। বিশেষত হোটেল মালিকদের।

সিকিম সরকারের বিধিনিষেধগুলি:

ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণের গতি বাড়ছে। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত সমস্ত হোটেল, লজে আবাসিকদের সংখ্যা ৫০ শতাংশ করতে হবে।

নতুন বছর উপলক্ষে এক জায়গায় জড় হয়ে ফুর্তি, কোনও জলসা বা হুল্লোড় করা যাবে না।

হোটেল বা লজে দূরত্ব বিধি মানতে হবে। স্বাস্থ্যবিধির উপর কড়া নজরদারি থাকবে।

গত কয়েকদিনে ভারি তুষারপাত হয়েছে সিকিমে। নাথু লা ও ছাঙ্গু লেক দেখতে যাওয়া পর্যটকরা আটকে পড়েছিলেন। হাজারের বেশি পর্যটককে উদ্ধার করেছে সেনা বাহিনী ও সিকিম পুলিশ।

ঢাকা/মীম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ