সর্বশেষ খবর

10/recent/ticker-posts

জেলের জালে ধরা পড়লো ১২০ কেজির বাগাড়, বিক্রি ৮৫ হাজারে।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ  সিলেটের সুরমা নদীতে জেলের জালে ধরা পড়ল ১২০ কেজি ওজনের একটি বাগাড় মাছ। মাছটির দাম হাঁকা হয়েছে দেড় লাখ টাক। বুধবার দুপুরে মাছটি নগরের কাজিরবাজারে বিক্রির জন্য তোলা হয়। বিশালাকারের বাগাড় মাছটি দেখতে স্থানীয় লোকজন বাজারে ভিড় করছেন।

এর আগে গত মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে সুরমা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। পরে লামাকাজি বাজারের এক জেলে মাছটি বিক্রির জন্য আনেন। পরে মাছটি ৮৫ হাজার টাকায় কিনে নেন সিলেট সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের মাছ বিক্রেতা মো. বেলাল মিয়া।

মাছ বিক্রেতা মো. বেলাল মিয়া বলেন, মাছটি ৮৫ হাজার টাকায় কিনেছি। তাই বিক্রির জন্য দেড় লাখ টাকা দাম চাওয়া হচ্ছে। তবে মাছটি বিক্রি করতে না পারলে বৃহস্পতিবার বাজারে কেটে ভাগা করে বিক্রি করা হবে। মাছটি প্রতি কেজি ভাগায় এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকায় বিক্রি করার আশা প্রকাশ করেন তিনি।

ঢাকা/মীম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ