সর্বশেষ খবর

10/recent/ticker-posts

সোহানসহ ৪ জনকে জায়েদ খানের আইনি নোটিশ।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানকে আইনি নোটিশ দিয়েছেন সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান। একই নোটিশ পাঠিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক, আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেনকেও।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) ব্যারিস্টার মুজিবুল হক ভূইয়া সাক্ষরিত এ আইনি নোটিশটি পাঠানো হয়েছে

২৯ জানুয়ারির পর আপিল বোর্ডের কার্যক্রম অবৈধ উল্লেখ করে জায়েদ খান বলেন, ‘নির্বাচনি তফসিল অনুযায়ী ২৯ জানুয়ারি বিকাল ৫টার পর থেকে আপিল বোড মৃত।

একটি মেয়াদোত্তীর্ণ সংস্থা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে লেগেছে, যার কোনো আইনগত ভিত্তিও নেই। শনিবারে নাকি একটি বৈঠক ডেকেছে সেখানে আমাকেও উপস্থিত থাকতে হবে, এই মর্মে আমার পিয়নের কাছে চিঠি ধরিয়ে দিয়েছে। আপিল বোর্ড ২৯ তারিখ বিকেল পাঁচটার পর আপত্তি নিষ্পত্তি করেছে এবং নিপুণ পরাজয় মেনে নিয়ে স্বাক্ষর করে চলে গেছে। এখানেই আপিল বোর্ডের কাজ শেষ হয়ে গেছে।’

‘সোহানুর রহমান সোহান উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন’ উল্লেখ করে জায়েদ খান বলেন, ‘আপিল বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে সোহান ভাই কীভাবে চিঠি পাঠান? নিয়মবহির্ভূতভাবে বিষয়টি নিয়ে তৎপরতা দেখানোয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে, আমাদের সঙ্গে আলাপ না করে আপিল বোর্ডকে নির্দেশনা দেওয়ায় সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে আইনি নোটিশ দিয়েছি।’

নোটিশপ্রাপ্তির কথা স্বীকার করে সোহানুর রহমান সোহান বলেন, ‘আমার হাতে একটি আইনি নোটিশ এসেছে। এটা নির্বাচনকে নিয়েই। এখন আমাকে দেখে বুঝতে হবে আসলে কী বলা হয়েছে এতে।’

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ফল প্রকাশ হয় ২৯ জানুয়ারি ভোরে। সাধারণ সম্পাদক পদে জয়ী হন জায়েদ খান; পরাজিত হন নাসরিন আক্তার নিপুণ। সেদিনই সাধারণ সম্পাদক পদের বাতিল ভোট যাচাই এবং পুনর্গণনার জন্য আপিল করেন নিপুণ। যাচাই ও পুনর্গণনায় আগের ফল বহাল থাকে। নিপুণ তা মেনেও নেন।

তফসিল অনুযায়ী ২৯ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে আপিল করার সময় ছিল। জায়েদের দাবি, নিপুণ বাতিল ভোট যাচাই ও পুনর্গণনার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করেছিলেন, কিন্তু তার (জায়েদ) ও চুন্নুর প্রার্থিতা বাতিলের আপিল তিনি সময়ের মধ্যে করেননি।

এই অভিনেতা বলেন, ‘২৯ জানুয়ারি নিপুণের প্রার্থিতা বাতিলের আপিল যদি আপিল বোর্ড আমলেই নেবে, তাহলে ৩০ জানুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হলো কেন? তাহলে তো ফল প্রকাশ করতে দেরি করা উচিত ছিল।’ 

এদিকে জায়েদের প্রার্থিতা বাতিলে নিপুণের অভিযোগের পরিপ্রেক্ষিতে কী করবে, তার দিকনির্দেশনা চেয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চিঠি দেয় আপিল বোর্ড।

চলচ্চিত্র শিল্পী সমিতি একটি অলাভজনক প্রতিষ্ঠান হওয়ায় এটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধিত।

চিঠির উত্তরে বুধবার সন্ধ্যায় আরেক চিঠির মাধ্যমে মন্ত্রণালয় বলে, ‘যেহেতু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিবন্ধনকারী কর্তৃপক্ষের অনুমোদিত গঠনতন্ত্র এবং অনুমোদিত গঠনতন্ত্রের আলোকে গঠিত নির্বাচন কমিশনের অনুমোদিত ও জারীকৃত নির্বাচনি আচরণ বিধি মতে পরিচালিত হয়েছে, সেহেতু অনুমোদিত আচরণ বিধি মতে, উক্ত প্রার্থীদ্বয়ের বিষয়ে চূড়ান্ত নির্দেশনা প্রদানের জন্য নির্বাচনি আপিল বোর্ড চূড়ান্ত ক্ষমতাপ্রাপ্ত।’

চিঠির মানে হলো এই বিষয়ে সব সিদ্ধান্ত নেয়ার অধিকার ও দায়িত্ব আপিল বোর্ডের। এরই পেক্ষিতে এ ঘটনার সুরাহা করতে আগামীকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শিল্পী সমিতির অফিসে জরুরি বৈঠক ডাকা হয়েছে।

ঢাকা/মীম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ